Shruti Das: গানে-গানে এবার সকলের মন জয় করলেন শ্রুতি, শেয়ার করলেন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 17, 2023 | 12:58 PM

Viral Video: গুনগুন করে শ্রুতি একাধিক বা সকলের নজর কেড়েছেন। তবে এবার তাঁর শ্বশুরবাড়ি পাড়ায় রীতিমতো মঞ্চে উঠে সকলকে তাক লাগালেন তিনি। শ্রুতিকে সম্বর্ধনা জানানোর জন্য মঞ্চে ডেকে তোলা হয়।

Shruti Das: গানে-গানে এবার সকলের মন জয় করলেন শ্রুতি, শেয়ার করলেন ভিডিয়ো

Follow Us

শ্রুতি দাস, অভিনয় জগতে হাতেখরি তাঁর ত্রিনয়নী ধারাবাহিক থেকে। মিষ্টি দেখতে, মিষ্টভাষীও। পর্দায় একের পর এক দাপুটে চরিত্রে অভিনয় করে সকলের মনের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। টেলিদুনিয়ার এই মিষ্টি অভিনেত্রী যে বেশ সুন্দর গানও গাইতে পারেন, তার প্রমাণ মিলেছে বহুবার। সোশ্যাল মিডিয়ায় কারণে অকারণে মাঝেমধ্যেই গলা ছেড়ে গাইতেন শোনা যায় তাঁকে। কখনও স্বামীর জন্মদিনে, কখনও বিশেষ কোনও সেলিব্রেশানে কিংবা কখনও একান্তে কেবল গুনগুন করে শ্রুতি একাধিক বা সকলের নজর কেড়েছেন। তবে এবার তাঁর শ্বশুরবাড়ি পাড়ায় রীতিমতো মঞ্চে উঠে সকলকে তাক লাগালেন তিনি। শ্রুতিকে সম্বর্ধনা জানানোর জন্য মঞ্চে ডেকে তোলা হয়।

তারপর তাঁকে দুই লাইন গাইতে বলা হলে তিনি এত সুন্দর করে গান শোনালেন সকলকে, যাতে প্রত্যেকেই মুগ্ধ হয়ে যায়। কোনও প্রস্তুতি ছাড়াই খালি গলায় মিউজিক ছাড়া গানের এই উপস্থাপনা মন জয় করেছে সকলের। সেই মুহূর্তের ভিডিয়ো ক্লিপিং সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রুতি। যা দেখে প্রত্যেকেই বাহবা জানাচ্ছেন কমেন্ট বক্সে। কিউ লিখলেন, ‘বাহ কত সুন্দর গাও তুমি’। কারও কথায় ‘তুমি যেমন সুন্দর অভিনয় করো তেমন সুন্দরী গান করো’। মিষ্টি কন্ঠস্বর শ্রুতির, অভিনয়ের পাশাপাশি যদি তিনি চান, তবে গানের জগতেও যে পা রাখতে পারেন এ বিশ্বাস রাখেন নেটপাড়ার একাংশ। বর্তমানে অনেক গায়ক গাইকাই গানের জগতে পা রেখেছেন, দিন দিন এই প্রবণতা যেন বেশি বেড়ে যাচ্ছে। সেই তালিকায় নাম লেখানোর যোগ্যতা যে শ্রুতির রয়েছে তাই ইতিমধ্যেই প্রমাণ করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি রাঙা বউ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত। টিআরপির তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। শ্রুতি কোনওদিন বড়পর্ধায় কাজ করবেন কিনা, সে বিষয়ে আজও এক শ্রেণীর মনে প্রশ্ন বর্তমান।

Next Article