ঘটা করে বিয়ে করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়। স্বামী কল্লোল চৌধুরী পেশায় ব্যবসায়ী। তবে টলিপাড়ার গসিপ বলছে কল্লোল ও সোহিনীর সংসারে নাকি বিচ্ছেদের আভাস। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই কল্লোলকে আনফলো করেছেন সোহিনী। শুধু কি তাই? এই মুহূর্তে ‘সাদা রঙের পৃথিবী’ নামক যে ছবিতে শুটিং করছেন সোহিনী সেখানেও ফিসফাস, স্বামীর সঙ্গে আলাদা থাকছেন নায়িকা। তবে কথা বন্ধ হয়নি তাঁদের। ‘টকিং টার্মস’ রয়েছে, এমনকি আইনি বিচ্ছেদের দিকেও হাঁটেননি কেউই। তবে সম্পর্কের যে অবনতি ঘটেছে এ কথা শোনা যাচ্ছে সোহিনী ঘনিষ্ঠদের মুখ থেকেই। খবরের সত্যতা জানার জন্য টিভিনাইন বাংলার তরফে ফোন করা হয়েছিল নায়িকাকে। যদিও তাঁর ফোন বেজে গিয়েছে। তাই রটনায় তাঁর বক্তব্য জানাও সম্ভব হয়নি।
বেশ জাঁকজমকের মধ্যেই বিয়ে সেরেছিলেন সোহিনী। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বসেছিল বিয়ের আসর। সে সময় টিভিনাইন বাংলার সঙ্গে বিয়ের খুঁটিনাটি শেয়ার করেছিলেন সোহিনী। জানিয়েছিলেন, ট্র্যাডিশনাল লাল বেনারসীতেই সাজবেন তিনি। কারা আমন্ত্রিত ছিলেন? সোহিনী বলেছিলেন, “আমার অনস্ক্রিন মা সুভদ্রাদি আগে আমার একটি ধারাবাহিকে মায়ের ভূমিকায় অভিনয় করতেন জুনদি (মাল্য) থেকে শুরু করে, আমার সঙ্গে ময়ূরপঙ্খী ধারাবাহিকে অভিনয় করত সৌম্য, এ ছাড়াও নেতাজি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করত, এখন ‘গঙ্গারাম’-এ আমার বিপরীতে রয়েছে অভিষেক তাঁদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।” তাঁর বিয়ের ছবি বেশ কিছু দিন ট্রেন্ডিং ছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই রটনায় ভক্তদের কিছুটা হলেও মন খারাপ। সম্পর্কের গতিবিধি কোনদিকে এগোয় এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, ছোট পর্দায় বেশ কিছু ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে সোহিনীকে। ‘ময়ুরপঙ্খী’ থেকে শুরু করে ‘গঙ্গারাম’ — একের পর এক হিট ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। যদিও এই মুহূর্তে তিনি কাজ করছেন বড় পর্দাতে। পেশাগত জীবনে বেজায় ব্যস্ত তিনি।