কয়েক মাস আগেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। আজ বাবার জন্মদিন। তিনি চলে যাওয়ার পর আজই প্রথন জন্মদিন। প্রতিদিনই কাজের মাঝেও মনে পড়ে বাবার কথা। সৌমিলি মিস করেন বাবাকে। কিন্তু আজ এই বিশেষ দিনে বাবার অনুপস্থিতি যেন আরও বেশি বেদনার।
সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন সৌমিলি। স্বর্গে থাকা বাবাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। সৌমিলি লিখেছেন, ‘এটাই প্রথম জন্মদিন বাপি, যখন তুমি আমাদের মধ্যে নেই। তুমি আমার জীবনের অ্যাঞ্জেল। মৃত্যু এই সত্যিটা বদলে দিতে পারবে না। আমি মিস করি তোমাকে। যতদিন বেঁচে থাকব, তোমাকে নিয়ে ভাবব। বড্ড তাড়াতাড়ি চলে গেলে…।’ অনেকেই সৌমিলির বাবার প্রয়াণের খবর জানতেন না। আজ বাবার ছবি পোস্ট করার পর তাঁরা জানতে পেরেছেন। ভার্চুয়ালি শ্রদ্ধা জানিয়েছেন অনুরাগীরা।
অভিনয়ের পাশাপাশি বহু বছর ধরেই নাচ সৌমিলির ভালবাসার জায়গা। রীতিমতো পারফর্মও করেন তিনি। ২০০৭-এ সেলেব্রিটি ডান্স রিয়ালিটি শো ‘ঝুম তারা রা রা’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। তারপর আবার ‘ডান্স বাংলা ডান্স’-এ গুরুর ভূমিকায়। কয়েক মাস আগেই শেষ হয়েছে ধারাবাহিক ‘লোকনাথ’। সেখানে অভিনয়ের পর ফের টেলিভিশনে সৌমিলি।
গত বছর লকডাউনের আগে সৌমিলি একটি নাচের স্কুল খুলেছিলেন। কিন্তু আপাতত তা বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভেবে দেখবেন। এই মুহূর্তে মেগা ধারাবাহিকের কথাও ভাবছেন না তিনি। কারণ বাড়িতে অন্যান্য বয়স্ক সদস্যরা রয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মেগা ধারাবাহিকে কাজ করার কথা ভাববেন তিনি।
আরও পড়ুন, রথে কাঠামো পুজো, দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলেন সুদীপা