Soumitrisha Kundu: ‘…আমি এখন রুমি’, ফিরছে ধারাবাহিক মিঠাই, সৌমিতৃষার মনের খোঁজ নিল TV9 বাংলা
Mithai: আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু জুটি যেভাবে দাপটের সঙ্গে পর্দায় জায়গা করে নিয়েছিলেন, তার প্রভাব প্রতিটা মুহূর্তে পড়েছিল TRP-তে। দিনের পর দিন সেরার সেরা হয়ে থাকা এই ধারাবাহিক যদি আরও একবার পর্দায় ফেরে, কেমন হবে? না, কল্পনা নয়, এই খবর বাস্তব। ধারাবাহিক বন্ধ হওয়ার কয়েক মাস যেতে না যেতেই আবারও পুনঃপ্রচার মিঠাই-এর।
জয় গোপাল, সংলাপটা মনে আছে? পর্দার সেই মিষ্টি মেয়ে মিঠাই আবারও ফিরছে ড্রইং রুমে। নিত্য নতুন ধারাবাহিক শুরু হয়, কালের নিয়মে শেষও হয়। প্রতিটা ধারাবাহিকেরই একটা যোগসূত্র তৈরি হয় দর্শকদের সঙ্গে। কিছু থেকে যায়, কিছু স্মৃতিতে মিলিয়ে যায়। মিঠাই ধারাবাহিক সেই থেকে যাওয়া তালিকার অন্যতম সংযোজন। যে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবরে মন ভেঙেছিল দর্শকদের। আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু জুটি যেভাবে দাপটের সঙ্গে পর্দায় জায়গা করে নিয়েছিলেন, তার প্রভাব প্রতিটা মুহূর্তে পড়েছিল TRP-তে। দিনের পর দিন সেরার সেরা হয়ে থাকা এই ধারাবাহিক যদি আরও একবার পর্দায় ফেরে, কেমন হবে? না, কল্পনা নয়, এই খবর বাস্তব। ধারাবাহিক বন্ধ হওয়ার কয়েক মাস যেতে না যেতেই আবারও পুনঃপ্রচার মিঠাই-এর।
এত তাড়াতাড়ি কি অতীতে কোনও পুনঃপ্রচার দেখা গিয়েছে? TV9 বাংলাকে সৌমিতৃষা বললেন, আমিও কিন্তু এটাই ভেবেছি। পুরোনো কিছু ভাল ধারাবাহিক পুনঃপ্রচার হয় দর্শকদের আবদারে, কিন্তু এত তাড়াতাড়ি কোনও ধারাবাহিক ফিরেছে কি না, আমিও ঠিক মনে করতে পারছি না।
কী বলব, মিঠাই না রুমি?
নিঃসন্দেহে রুমি। সেটা তো মিঠাই-এরই জয়। কারণ মিঠাইয়ের অভিনয়ে বিশ্বাস রেখেছিলেন সকলে, ভালবাসা দিয়েছিলেন, এবার সে রুমি, আশা করব দর্শক এবার রুমি সৌমিতৃষাকে একইভাবে গ্রহণ করবেন। রাস্তায় দেখা হলে বলবেন ‘রুমি যাচ্ছেন’।
মিঠাই পুনঃপ্রচার, এটা তো এক দিকে ভাল, পর্দায় থেকে যাওয়া…
ভাল তো বটেই। আমার বিশ্বাস আমার সঙ্গে যা হয় ভালই হয়। তবে এই বিষয় আমার বাড়তি কোনও উত্তেজনা নেই, কারণ এই চরিত্রটা নিয়ে এবার আর আমার কিছু করার নেই। যখন প্রস্তাব পেয়েছিলাম, নিজের সবটা দিয়েছি, আমি একা নই, আমাদের গোটা টিম। কাজটা শেষ, মিঠাই চরিত্রটা সকলের মনে জায়গা করে নিয়েছে মানেই কিছুটা হলেও আমি-আমরা সফল। এখন আমার লক্ষ্যে আমার আগামী প্রজেক্ট। মিঠাই-কে যতটা আপন করে নিয়েছেন দর্শকেরা, পরের চরিত্রকেও ততটাই আপন করে যাতে নিতে পারেন, সেই চ্যালেঞ্জটা এখন আমার সামনে।
আপনি তো বিরতি চেয়েছিলেন, এরই মাঝে মিঠাই আবার সম্প্রচার হওয়ার খবরটা কি অবাক করল?
এটা ঠিক, আমি বিরতি চেয়েছিলাম। কারণ সকলের মনে এতটাই মিঠাই আমেজ ছিল, যে আমার মনে হয়েছিল নতুন চরিত্র হয়ে উঠতে আমায় একটু সকলের নজরের আড়াল হতে হবে। (হাসতে হাসতে বললেন) করছি অন্য একটা ছবি, চরিত্র আলাদা, দর্শক বললেন ‘ওই তো মিঠাই…’। এটা যেমন আনন্দের, তেমন আবার নতুন চরিত্রটার প্রতি খারাপ লাগা। কারণ আমি বা আমরাই (টিম মিঠাই) তো দর্শকদের চাহিদা বাড়িয়ে দিয়েছি। এই যে মিঠাইকে নিয়ে এত ভালবাসা, ওটা আমার কাছে এখন বেঞ্চমার্ক, আমার অন্য চরিত্রকে এভাবেই প্রতিষ্ঠিত করতে আরও পরিশ্রম করতে হবে। সেই চেষ্টাই করেছি। মিঠাই থেকে বেরিয়ে এখন আমি রুমি। তবে এই খবরটা আপনাদের মতো আমিও শুনলাম। বিরতি চেয়েছিলাম ঠিকই। ছোট পর্দা থেকে বড় পর্দার সফর মাঝে একটা সময় আড়ালেই থাকতে চেয়েছি, সেটা পেয়েছিও।
তাহলে মিঠাই এখন রুমি…
একদম। রুমি হয়ে ওঠার জন্য নিজেকে নিয়ে অনেকটা কাজ করার সময় নিয়েছি আমি। ইতিমধ্যেই আমার নতুন চরিত্রের সঙ্গে সকলের আলাপ হয়ে গিয়েছে। আর কিছুদিন পরই সকলের সামনে নতুন আমার (রুমি-র) আত্মপ্রকাশ ঘটবে।
ছোট পর্দায় মিঠাই, বড়পর্দায় প্রধান, এখন তো পুরো জমজমাট সৌমিতৃষা
এটাই যেন থাকে। দর্শকদের ভালবাসাটা ভীষণ জরুরী। যে বিশ্বাস-আস্থা তাঁরা আমার ওপর রেখেছেন, সেটার মর্যাদা রাখার চেষ্টা করে চলেছি রাতদিন। অন্যদিকে মিঠাই পুনঃপ্রচার, এটাও তো দেখতে হবে, দর্শকদের কতটা চাহিদা তুঙ্গে থাকলে এটা এত তাড়াতাড়ি ঘটে। এটা চ্যানেলের সিদ্ধান্ত, তাদের প্রডাক্ট, তাড়া এই প্রজেক্ট নিয়ে যে সিদ্ধান্তই নেবেন সেটাই আনন্দের।
প্রসঙ্গত, মিঠাই দর্শকদের জন্য সুখবর। ফিরছে জনপ্রিয় ধারাবাহিক। জি বাংলার পর্দায় ১৩ নভেম্বর থেকে প্রতিদিন বেলা ১২.৩০ থেকে ১.৩০ পর্যন্ত চলবে এই ধারাবাহিক।