সদ্য পার হয়েছে কৌশিকী অমাবস্যা। সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে এই বিশেষ দিন। এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত সৌমিতৃষা। উত্তরবঙ্গে গিয়েছেন তিনি। ব্যস্ত শিডিউল থাকলেও, মা’কে ভুলে যান কী করে? ঠাকুরে বড়ই আস্থা যে তাঁর। তাই শুটিংয়ের মাঝেও তিনি ছুটে গেলেন কালীমন্দিরে। শেয়ার করলেন সেই ছবিও। ভক্তিভরে পুজো দিলেন। মায়ের পায়ে ঠেকানো জবা ফুল পুরোহিত নিজে ছুঁয়ে দিলেন তাঁর মাথায়। তাঁকে দেখে অবাক ভক্তরা। এসেছে প্রশংসা। শিকড় যে তিনি ভোলেননি সেই কথাই কমেন্ট বক্সে লিখেছেন তাঁরা। ঈশ্বরভক্তি নিয়ে বরাবরই সরব সৌমিতৃষা। তাঁর ‘মিঠাই’ ধারাবাহিকের সেটেও থাকত মূর্তি। নিয়মিত পুজো করে তবেই তিনি শুরু করতেন শুটিং।
প্রধান ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে নায়িকাকে। কিছু দিন আগেই শেয়ার করেছিলেন প্রধানের শুটিং অভিজ্ঞতার কথা। তিনি বলেন, “ভগবানের আশীর্বাদে আমি বারবার এত সুন্দর টিম পাই যে আমার কাজ শেখাটা যেমন হয়, কাজ উপভোগ করাটাও ততটাই হয়। দেবদা এক অদ্ভুত ব্যালেন্স করে চলা মানুষ, হাসি মজার ঠাট্টার সময় তাঁর জুড়ি মেলা ভার, আমার কাজের সময় তিনি ঠিক ততটাই সিরিয়াস। আর এটাই তো প্রয়োজন। সঠিক সময় সঠিক কাজটা না হলে একটা ভাল প্রযোজনা দর্শকদের উপহার দেওয়াটাও তো সম্ভব হয়ে ওঠে না। তাই সত্যি বলছি আমার কাছে এটা একটা অভিনয়ের ওয়ার্কশপ।” প্রধান ছবিতে দেব-সৌমিতৃষা ছাড়াও রয়েছে একগুচ্ছ স্টারকাস্ট। রয়েছেন সোহম চক্রবর্তীসহ অন্যান্য তুখোড় সব অভিনেতা।