সৌমিতৃষা কুন্ডু, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। এবার পিরিয়ডসের সময় তাঁর কী অবস্থা হয়, কেমন হয় মানসিক অবস্থা? তাই ভিডিয়ো আকারে শেয়ার করলেন সৌমিতৃষা। নিজের ইনস্টা স্টোরিতে যে ভিডিয়োটি শেয়ার করেছেন নায়িকা, তাতে দেখা যাচ্ছে, ঋতুস্রাবের ৮ দিন আগে চিপস আর বিস্কুটে ডুবে যায় মন । পাঁচ দিন আগে নিজের রাগ নিয়ন্ত্রণ করা হয়ে পড়ে কঠিন। তিন দিন আগে থেকে জাঙ্ক ফুডে উড়ে যায় নায়িকার মন আর দু’দিন আগে থেকেই সবচেয়ে বড় সমস্যা মানে- ‘মুড সুইং’। অকারণেই কান্না পেতে থাকে। ভিডিয়ো শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, “সত্যি কথা”। তাঁর সঙ্গেও যে অনুরূপ ঘটনা ঘটে থাকে, তাই জানিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে টেলিভিশনের জনপ্রিয় নাম সৌমিতৃষা। তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। দীর্ঘ আড়াই বছর ‘মিঠাই’ ধারাবাহিকের মুখ ছিলেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে এই ধারাবাহিক। যদিও তিনি কিন্তু বসে নেই। দেবের পরবর্তী ছবি ‘প্রধান’-এর প্রধান মুখ তিনি। প্রথম ছবিতেই দেবের সঙ্গে ব্রেক, এই বা কম কীসে?