সৌমিতৃষা কুন্ডু– তাঁর ভক্তসংখ্যা প্রচুর। দুই বাংলা মিলিয়ে বহু মানুষ তাঁর ভালবাসেন। এবার সৌমিতৃষার এক কাজে ভক্তদের এই ভালবাসা যেন বেড়ে গেল আরও কয়েক গুণ। জীবনের কঠিন সময়ে মনে আশা নিয়ে এক ‘মিঠাই’ ভক্ত যোগাযোগ করেন তাঁর প্রিয় নায়িকার সঙ্গে। লেখেন, “দিদি আমার বাবা খুব অসুস্থ। কোমাতে আছেন। একটু ওঁর জন্য প্রার্থনা করবে প্লিজ”। ইনস্টাগ্রামে ভক্তের এই মেসেজ দেখে অবজ্ঞা করেননি সৌমিতৃষা। ব্যস্ত রুটিন।
কিন্তু তিনি যে ভক্তদের ভালবাসেন তা বুঝিয়েই সৌমিতৃষা লেখেন, “অবশ্যই, বাবা লোকনাথকে বলো সব বিপদ কেটে যাবে। আমি প্রার্থনা করব। বাবা সুস্থ হয়ে যাবেন সোনা।” বিপদের দিনে প্রিয় নায়িকার এই আশ্বাসবাণীতে চোখ ভিজেছে ভক্তের। মনের শক্তি বেড়ে গিয়েছে আরও বেশ কয়েক গুণ। তিনি আরও লেখেন, “তুমি যে প্রার্থনা করেছে এটাই অনেক। আসলে আমি তো অনেক ছোট বয়সে মা’কে হারিয়েছি। বাবাকে ছাড়া থাকার কথা ভাবিইনি।” আবারও উত্তর দিয়েছেন সৌমিতৃষা। লেখেন, “ভগবান বাবাইকে কেড়ে নেবেন না মা। ভগবানকে ডাকো রোজ। ঠিক হয়ে যাবে বাবা”। উত্তর না-ই দিতে পারতেন, এড়িয়েই যেতে পারতেন। কিন্তু না, সে কাজ করেননি তিনি। আর তাতেও হচ্ছে প্রশংসা।
‘মিঠাই’ শেষ হলেও ‘মিঠাই’ জ্বরে আজও বুঁদ আট থেকে আশি। তবে সৌমিতৃষার কেরিয়ার এই মুহূর্তে উড়াল নিয়েছে আরও উঁচুতে। এখন তিনি দেবের হিরোইন। দেবের আগামী ছবি ‘প্রধান’-এ দেখা যাবে তাঁকে। একই সঙ্গে রাজ চক্রবর্তীর পরিচালনাতেও তাঁকে দেখার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে তাঁর বৃহস্পতি তুঙ্গে।