মাতৃত্ব এখনও পর্যন্ত জন্মদিনের সেরা উপহার, বললেন শ্রাবন্তী

Srabanti Banerjee: মা হওয়া যে কোনও মেয়ের জীবনেও বিশেষ ঘটনা। জীবন অনেকটাই বদলে যায় সন্তান আগমনের পর। দায়িত্ব বাড়ে। শ্রাবন্তীও ব্যতিক্রম নন।

মাতৃত্ব এখনও পর্যন্ত জন্মদিনের সেরা উপহার, বললেন শ্রাবন্তী
শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 13, 2021 | 10:08 PM

মা হওয়ার পর প্রথম জন্মদিন। সে কারণেই ২০২১-এর জন্মদিন অত্যন্ত স্পেশ্যাল অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে। ছেলেকে কোলে নিয়ে নিজের একটি ছবি এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শ্রাবন্তী লিখেছেন, ‘মা হওয়া চ্যালেঞ্জিং। অনেক পাগলামো থাকে। ঘুম না হওয়ার অভিজ্ঞতা…। তবে এখনও পর্যন্ত জন্মদিনের সেরা উপহার এটাই।’ আর এই উপহার দেওয়ার জন্য ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন তিনি।

মা হওয়া যে কোনও মেয়ের জীবনেও বিশেষ ঘটনা। জীবন অনেকটাই বদলে যায় সন্তান আগমনের পর। দায়িত্ব বাড়ে। সন্তানের জন্য সব কিছু করে ফেলা সম্ভব, এমন মনোভাব তৈরি হয় মায়েদের। শ্রাবন্তীও ব্যতিক্রম নন। মা হওয়ার পর সেই মনের ভাব সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। আর সে কারণেই এ বারের জন্মদিন অন্য সব বছরের তুলনায় একেবারেই আলাদা।

এর আগে ছেলের পায়ের ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছিলেন, ‘প্রতিটি দিন মনে হয় ঈশ্বরের আশীর্বাদ।’ মা হওয়ার খবর শেয়ার করতে গিয়ে অভিনেত্রী লিখেছিলেন, রবিঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতার দুটি লাইন– ‘আমি যেন তোমায় বলছি ডেকে, ‘আমি আছি, ভয় কেন মা করো!’ “আমার ‘বীরপুরুষ’ ০৭/০৭/২০২১ মায়ের কোলে এসে সমানে অভয় দিয়ে চলেছে।”

সন্তান আগমনের খবর জানানোর সময় শ্রাবন্তী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি এবং তাঁর স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের ঘরে এসেছে নতুন অতিথি। যদিও ছেলের কী নাম রাখলেন, তা এখনও প্রকাশ্যে জানাননি অভিনেত্রী।

শ্রাবন্তীকে যাঁরা পেশার খাতিরে চেনেন, অথবা তাঁকে সোশ্যালি ফলো করেন, তাঁরা জানেন তিনি ফিটনেস ফ্রিক। পেশার খাতিরে ফিট থাকা তাঁর কর্তব্য। প্রেগন্যান্সি পিরিয়ডেও শারীরিক ভাবে ফিট থেকেছেন। একই সঙ্গে মনের সুস্থতার দিকেও নজর দিয়েছিলেন অভিনেত্রী। আপাতত ফোকাসে সন্তান এবং পরিবার। এখন তাকে সময় দেওয়াই প্রায়োরিটি শ্রাবন্তীর। সন্তান একটু বড় হলে ফের কাজে ফেরার পরিকল্পনা রয়েছে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, অনস্ক্রিন ভাগ্নে হৃদয়ের বিয়েতে হাজির পর্দার শ্রীরামকৃষ্ণ!