Kanchan-Sreemoyee: ‘আমি ভাগ্যবান কারণ…’, বিশেষ দিনে শ্রীময়ীর ফের মনে পড়ছে কাঞ্চনকে

Kanchan-Sreemoyee: শ্রীময়ী চট্টরাজ ও উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বন্ধুত্ব এখন কারও অজানা নয়। তবে শুধু যে তাঁরা বন্ধু, এমনটা মোটেও দাবি করেন না শ্রীময়ী।

Kanchan-Sreemoyee: 'আমি ভাগ্যবান কারণ...', বিশেষ দিনে শ্রীময়ীর ফের মনে পড়ছে কাঞ্চনকে
বিশেষদিনে ফের শ্রীময়ীর মনে পড়ছে কাঞ্চনকে, লিখলেন কী?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 8:29 PM

শ্রীময়ী চট্টরাজ ও উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বন্ধুত্ব এখন কারও অজানা নয়। তবে শুধু যে তাঁরা বন্ধু, এমনটা মোটেও দাবি করেন না শ্রীময়ী। কাঞ্চন তাঁর বন্ধু ছাড়াও শিক্ষক, পথ প্রদর্শকও বটে। বিশেষ দিনে তাই সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁকেও বাদ দিলেন না এই অভিনেত্রী। আজ অর্থাৎ মঙ্গলবার শিক্ষক দিবস। বিশেষ দিনে জীবনে চলার পথে যাদের সাহচর্য তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, তেমন বেশ কিছু মানুষকে মনে করেছেন তিনি। বাবা মা, খরাজ মুখোপাধ্যায়, পরিচালক স্নেহাশিস চক্রবর্তী ও কাঞ্চন মল্লিকের সঙ্গে বিশেষ ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা,যারা শুধু আমাকে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করেনি,জীবনের এবং মানবিকতার মূল্যবোধ শিখিয়েছে,জীবনে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছে,এবং এখনও জীবনে সঠিকভাবে মাথা উঁচু করে চলার পরামর্শ দিচ্ছে,,এখনও অনেক কিছু শেখার এবং জানার বাকি আছে,,আমি মেনে চলি মাথা নিচু করে শিখতে হয়,মাথা উঁচু করে বাঁচতে হয়।” তিনি যোগ করেন, “আমার সমস্ত প্রিয় শিক্ষদের ধন্যবাদ। যারা শুধুমাত্র আমার শিক্ষক নন, তাঁরা আমার বন্ধু, আমার ফিলোজফার, আমার গাইড। আমি ভাগ্যবান কারণ তোমাদের মত শিক্ষক আমি পেয়েছি।”

শ্রীময়ীর এত শিক্ষকের মাঝে যদিও কাঞ্চনের সঙ্গে তাঁর বন্ধুত্বও নিয়েই হচ্ছে আলোচনা। হবে নাই বা কেন? দিন কয়েক আগে কাঞ্চনকে নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে শ্রীময়ী লেখেন, “২০১২-২০২৩,আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ, আজ এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে। বন্ধন হোক মানবিকতার,ঐক্য হোক অটুট।”

তাঁর সঙ্গে কাঞ্চনের এই বন্ধুত্ব নিয়ে বহুদিন ধরেই হচ্ছে নানা সমালোচনা। শুধু জন সাধারণই নন, কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও শ্রীময়ীর বিরুদ্ধে এনেছিলেন নানা অভিযোগ। ২০২১ সালে এই তিন জনের সম্পর্ক তলানিতে এসে পৌঁছয়। এর পর জল গড়ায় বহুদূর। এমনকি তা পৌঁছে যায় থানা পর্যন্তও। যদিও সে সবে পাত্তা দেননি শ্রীময়ী ও কাঞ্চন। তাঁদের বন্ধুত্ব চলেছে দূর্বার গতিতে।