জাঁকিয়ে শীত পড়ছে শহরে… তবে এরই মধ্যে এক উষ্ণ ভিডিয়ো যেন সেই শীতের উত্তাপ খানিক বাড়িয়ে দিয়েছে। ভিডিয়োর কেন্দ্রবিন্দুতে দুই পরিচিত মুখ। একজন তারকাসন্তান। অপরজন বাংলা ধারাবাহিকের চেনা মুখ, যদিও শুধু ধারাবাহিকেই আজ আর আটকে নেই তিনি। কাজ করছেন ওটিটিতেও। কথা হচ্ছে সৃজলা গুহের। আর স্টারকিড আর কেউ নন, কুমার শানুর ছেলে জান কুমার শানু। বাথটবে সৃজলার সঙ্গে ঘনিষ্ঠ তিনি, হট প্যান্ট, কাঁধ-চুমুতে মাখামাখি গোটা ভিডিয়োই… কোথায় এভাবে দেখা গিয়েছে তাঁদের জানেন? এক মিউজিক ভিডিয়োর দৌলতেই এ হেন ঘনিষ্ঠতা! মিউজিক ভিডিয়োর নাম ‘মন’।
ওই মিউজিক ভিডিয়োয় গান গেয়েছেন জান। অভিনয়ও করেছেন তিনি। গানের কথা লিখেছেন সোহম মজুমদার। অন্যদিকে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন শিলাদিত্য-সোম। ওই মিউজিক ভিডিয়োর টিজারই নিয়েই এখন চারিদিকে আলোচনা। যেভাবে পেশাদারের মতো অভিনয় করেছেন জান, রোম্যান্স করেছেন সৃজলার সঙ্গে, তা দেখে সকলেই করেছেন প্রশংসা। আর কিছু দিন পরেই মুক্তি পাবে ভিডিয়োটি। দু’জনের সমীকরণ ভাল লেগেছে সকলের, গান কেমন লাগে এখন সেটাই দেখার।
জান স্টারকিড। তবে অতীতে তাঁর ও কুমার শানুর সম্পর্ক নিয়ে হয়েছে নানা চর্চা। একবার এক সাক্ষাৎকারে এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অন্য যে কোনও মানুষ যে ভাবে উপার্জন করেন, আমাকেও সে ভাবেই উপার্জন করতে হয়। আমি তো বলব, কুমার শানুর ছেলে হওয়ার কারণেই অন্যদের থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হয় আমাকে। লোকে ভাবে, রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছে, তাই ওর কাছে সবটাই সহজ। যে প্রিভিলেজ তাকে সাহায্য করব কেন, বরং অন্য কাউকে কাজ দেব। আসলে কিন্তু আমার বিষয়টা অনেক কঠিন। লোকে ভেবে নেয় আমার কাছে অনেক কাজ আছে। এই ভুল ধারণা ভাঙার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করছি।”