AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sritama Bhattacharjee: সিঁদুরের মূল্য আমি জানি, অপমান করতে চাইনি: শ্রীতমা ভট্টাচার্য

Sritama Bhattacharjee: 'সিঁদুরকে অপমান করেছেন শ্রীতমা ভট্টাচার্য'--- জন্মদিনের ছবি পোস্ট করতেই তাঁকে নিয়ে চলছে লাগাতার সমালোচনা। একের পর এক কটাক্ষে বিদ্ধ তিনি। এবার সেই যাবতীয় কটাক্ষের মুখেই টিভিনাইন বাংলার কাছে মুখ খুললেন নায়িকা।

Sritama Bhattacharjee: সিঁদুরের মূল্য আমি জানি, অপমান করতে চাইনি: শ্রীতমা ভট্টাচার্য
শ্রীতমা ভট্টাচার্য।
| Edited By: | Updated on: May 11, 2023 | 6:33 PM
Share

‘সিঁদুরকে অপমান করেছেন শ্রীতমা ভট্টাচার্য’— জন্মদিনের ছবি পোস্ট করতেই তাঁকে নিয়ে চলছে লাগাতার সমালোচনা। একের পর এক কটাক্ষে বিদ্ধ তিনি। এবার সেই যাবতীয় কটাক্ষের মুখেই টিভিনাইন বাংলার কাছে মুখ খুললেন নায়িকা। জানালেন, সিঁদুরকে অপমান করার উদ্দেশ্য তাঁর ছিল না। তাঁর কথায়, “বিবাহিত মেয়েদের কাছে সিঁদুরের মূল্য কতটা হতে পারে আমি জানি। কেনই বা অপমান করতে যাব?” পাশাপাশি জানালেন, ওই ছবির নেপথ্যের কাহিনী। ঠিক কী ঘটেছে? কোথা থেকেই বা বিতর্কের সূত্রপাত?

শ্রীতমার জন্মদিন ছিল গতকাল অর্থাৎ ১১ তারিখ। ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। পরিবারের সঙ্গে কেক কাটার ভিডিয়ো। সেই ছবিতেই নায়িকার মাথায় সিঁদুর কারও চোখ এড়ায়নি। তিনি অবিবাহিত। অথচ তাঁর মাথাতেই সিঁদুর। নেটিজেনদের বুঝতে অসুবিধে হয়নি, শুটিংয়ের প্রয়োজনের তা পরেছিলেন শ্রীতমা। তবে নায়িকাকে তাঁরা পাল্টা কটাক্ষ করেন,”কেন মেকআপ না তুলেই চলে এসেছেন? সবটাই কি ছেলেখেলা?” এবার ওই কটাক্ষের স্বপক্ষে জবাব দিলেন শ্রীতমা। তিনি বলেন, “পরশুদিন রাত দেড়টা পর্যন্ত শুট করেছি। ওখান থেকে কাল আবার সকালে শুটিং। জন্মদিন ছিল, তাই বলেছিলাম একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে। প্যাকআপ হতেই কোনও মতে বাড়ি ফিরে এসেছি। মেকআপ তোলারও সময় পাইনি। চুল খোলারও না। সিঁদুরটা যে রয়ে গিয়েছে, সে খেয়ালও আমার ছিল না। বাড়ির লোকেরা কেক নিয়ে তৈরি হয়েছিলেন। এসেই কাটতে বসে গিয়েছি। আর সেই ছবিগুলোই আপলোড করেছি।”

তা নিয়েও যে কটাক্ষ শুনতে হবে তা বুঝতে পারেননি শ্রীতমা, জানিয়েছেন এমনটাই। তিনি বলেন, ” আমি সাধারণ মেয়ে। সাধারণ ভাবে জীবন যাপন করি। সাধারণ ভাবে ভাবি। অভিনেতা মানে যে ট্রোলিং করতেই হবে, এমনটা তো নয়। বিবাহিত মেয়েদের কাছে সিঁদুরের মূল্য কী তা আমি জানি। আমি কেন তা নিয়ে ছেলেখেলা করব? আমার সত্যিই মনে ছিল না। আর খেয়াল ছিল না বলেই যেমন ভাবে এসেছিলাম ঠিক তেমন ভাবেই ছবি দিয়েছিলাম।” যদিও ইনস্টার আতসকাচ এ ‘গুরুতর অপরাধ’। এই মুহূর্তে ‘সোহাগ জল’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি৷ তাঁর চরিত্রটি সকলেরই ভাল লাগছে। কিছু দিন আগেই তিনি মেতেছিলেন কাছের বন্ধু সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে নিয়ে আপাতত আবারও কাজে ফেরা। অভিনেতা জীবনের অঙ্গ। তবে গোটা বিষয়টা নিয়ে মোটেও খুশি নন তিনি।