শরতের আকাশ জানান দিচ্ছে পুজো প্রায় এসে গিয়েছে, দোকানে দোকানেও চলছে পুজো স্পেশ্যাল সেল। পুজোর আগেই রোগা হতেই হবে– চলছে জোর ডায়েটিং। চুপ করে বসে নেই টিভি চ্যানেলগুলিও। প্রতি বছর মহালয়ার ভোর নিয়ে চ্যানেলে চ্যানেলে চলে জোর টক্কর। বাঙালিও নিদ্রা ভুলে বসে যান বোকা বাক্সের সামনে। কোন চ্যানেলের দুর্গা বেশি ভাল, এই নিয়ে চলতে থাকে চুলচেরা বিশ্লেষণ।
এবারেও তার অন্যথা নেই। কোন চ্যানেলে কে হবেন দুর্গা– এ নিয়ে যখন চলছে জোর আলোচনা তখন টিভিনাইন বাংলা জানাচ্ছে এক টাটকা খবর। সব কিছু ঠিক থাকলে জি-বাংলায় গত বছরের মতো এ বছরেও মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এর আগে সৌমিতৃষা দুর্গা হবেন এই গুঞ্জন শোনা গেলেও তা ঠিক নয়।
প্রশ্ন, শিব কে হবেন? কেই বা হবে অসুর? শিবের চরিত্রে দেখা যাবে রুবেল দাসকে। অন্যদিকে অসুরের ভূমিকায় থাকবেন না কোনও অভিনেতা। দেখা যাবে এক নৃত্যশিল্পীকে। আর পার্বতীর ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। চলছে জোর কদমে প্রস্তুতি। একদিকে যখন জি-বাংলায় শুভশ্রীর দুর্গা হওয়ার খবর প্রায় নিশ্চিত, তখন প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসাও কিন্তু পিছিয়ে নেই। ওই চ্যানেলে পার্বতীর ভূমিকায় দেখা যেতে পারে সোনামণি সাহাকে। বিষ্ণুর ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। প্রসঙ্গত, এর আগেও মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা গিয়েছিল শুভশ্রীকে। সেই কাজ বেশ পছন্দও হয়েছিল দর্শকের। এবার কতটা পছন্দ হয় এখন সেটাই দেখার।