সুদীপা চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন এই অভিনেত্রী। অভিনয় থেকে শুরু করে সঞ্চালনা, ব্যবসা, সুদীপা এক হাতে একাধিক কাজ সামলে চলেছেন সমান তালে। তবে সেই ব্যস্ততার মাঝেই এবার একটু থেমে থাকা। এবার একটু শান্ত হওয়া, কারণ দিনটা তাঁর মায়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় এদিন সকাল সকাল মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে কমেন্ট বক্স চোখ পড়তেই বেশ কিছুটা বিষণ্ণতা ভার করে আসে। সোশ্যাল মিডিয়ায় মায়ের উদ্দেশে লিখলেন তিনি খোলা চিঠি। লিখেন, ‘বার্থডে লেডির সঙ্গে। আমি সত্যি জানি না, আর কটা জন্মদিন আমরা একে অপরের সঙ্গে কাটাতে পারব। কিন্তু একটা কথা বলতে চাই মন থেকে, মা একমাত্র ব্যক্তি, যে কোনও দিন, কোনও পরিস্থিতিতে তোমায় বিচার করবে না।’
সদ্য বড় ঝড় কাটিয়ে উঠেছেন অভিনেত্রী, দিন কয়েক ধরেই অসুস্থতা ছিলেন তাঁর স্বামী। লক্ষ্মীপুজোর দিনেই বিপত্তি। বুকে ব্যথা ও বেশ কয়েকবার বমি হওয়ার পর হাসপাতালে ভর্তি করতে হয়েছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। যিনি সম্পর্কে সঞ্চালক ও ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী। চিকিৎসকেরা জানিয়েছিলেন প্রধান দু’টি ধমনীতে ব্লকেজ থাকার কারণে বাইপাস সার্জারির প্রয়োজন হয়েছিল তাঁর। সেই অস্ত্রোপচার সম্পন্ন হতে চলেছে পরিচালকের। তাঁদের পুজোর বেশ নামডাক। তবে এবার দুর্গাপুজোর মধ্যেই বাড়িতে ঘটে গিয়েছে এক অঘটন। অষ্টমীর রাতে হঠাৎ করেই মারা যায় তাঁর প্রাণপ্রিয় পোষ্য বাঁটুল। ভেঙে পড়েছিলেন সুদীপা। সে সময় জানিয়েছিলেন সব ঠিকই ছিল, যেদিন মারা যায়, সেদিন সকালেও হাঁটতে বের হয়। কিন্তু রাতেই সব শেষ। এরই মধ্যে অগ্নিদেবের অসুস্থতা। সব মিলিয়ে এখন দুর্যোগ কাটিয়ে স্বস্তিতে তিনি।