সুদীপা চট্টোপাধ্যায়, টিভির পর্দায় যার নিত্য উপস্থিতি। একদিকে যেমন টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় মুখ তিনি, তেমনই ব্যক্তি জীবনের একজন দস্তুর মতো ব্যবসায়ী সুদীপা। গৃহস্থের গৃহিণীদের সঙ্গে তাঁর যেন আত্মার সম্পর্ক, যোগ সূত্র তাঁর রান্নাঘর। রকম রকম রেসিপি নিয়ে দর্শক দরবারে যখন মাঝেমধ্যেই উপস্থিত হতেন, তখন হেসেলে যে হাসি ফোটে সে কথা অস্বীকার করার নয়। আর সেই কারণেই নিজের রেস্তোরাঁ খুলে বসেন সুদীপা। কিন্তু সেই রেস্তোরাঁ খোলা মাত্রই ট্রোলের শিকার হতে হয় তাঁকে। মুহূর্তে ভাইরাল হয় মেনু কার্ডের ছবি, যেখানে আকাশ ছোঁয়া দাম এক একটি পদের। আর এবার তাঁর দ্বিতীয় ব্যবসা নিয়ে নেট পাড়ায় শোরগোল।
বেশ কিছুদিন হল শাড়ির ব্যবসায় নজর দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাঝে মধ্যেই শাড়ির ছবি পোস্ট করে তার দাম লিখে অর্ডার দেওয়ার সমস্ত উপায় বাতলে দেন তিনি। তবে সোমবার তিনি এ কী কান্ড ঘটালেন? সামনেই পুজো, তাই রকম রকম কালেকশন এখন সকলেরই সম্ভারে রয়েছে। তিনিও নতুন কালেকশনে এনেছেন তাঁর ক্রেতাদের জন্য। আর সেই কালেকশনের তালিকায় থাকা শাড়ির দাম দেখে এবার চোখে চরক গাছ নেট পাড়ার। কোনও শাড়ির দাম ৫০,০০০ চাকা, কোনও শাড়ির দাম আবার এক লাখ তিরিশ হাজার। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না নেট দুনিয়া। এরপরই শুরু চরমট্রোল। কমেন্ট বক্সে একের পর এক কটাক্ষের ঝড় উঠে পলকে।
কেউ লিখলেন, ‘ধুর আপনি কি আমাদের এতোই গরিব ভাবেন নাকি। এত কম দামি শাড়ী আমরা পরি না। এর থেকে বেশি দামের কিছু থাকলে দেখান।’ অপর একজন লিখলেন, ‘শাড়ীর দাম লিখতে গিয়ে উনি না হয় একটা শূন্য বেশি দিয়েই ফেলেছেন। তাই বলে ওঁকে এরকম ভাবে ট্রোল করার কী আছে।’ কারও কথায়, ‘সে কি !!!! ৫ হাজার নয় , ১০ হাজার নয় , একেবারে ১ লাখ টাকার ঢাকাই! যাইহোক একটু চোখের দেখা ও দেখতে পেলাম কিনতে তো আর পারবো না।’ যদিও কেউ কেউ আবার কিনবেন বলেও খোঁজ নিলেন অভিনেত্রী থেকে।