Tolly Gossip: ‘মুখ দেখাদেখি বন্ধ’, ঋষি কৌশিককে জড়িয়ে স্মৃতি ভাগ সুদীপার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 25, 2023 | 8:15 PM

Tolly Gossip: স্মৃতি সুখের... স্মৃতিতে জড়িয়ে থাকে এমন সব মানুষ... যাদের সঙ্গে চাইলেও আর যোগাযোগ সম্ভব নয়। তাই বলে স্মৃতি রোমন্থন করা যাবে না তা তো নয়... এই যেমন সুদীপা চট্টোপাধ্যায়... নস্টালজিয়ায় ভাসছেন তিনি। ভাসবেনই বা না কেন? সেই কতদিন আগের কথা।

Tolly Gossip: মুখ দেখাদেখি বন্ধ, ঋষি কৌশিককে জড়িয়ে স্মৃতি ভাগ সুদীপার
স্মৃতি ভাগ সুদীপার

Follow Us

স্মৃতি সুখের… স্মৃতিতে জড়িয়ে থাকে এমন সব মানুষ… যাদের সঙ্গে চাইলেও আর যোগাযোগ সম্ভব নয়। তাই বলে স্মৃতি রোমন্থন করা যাবে না তা তো নয়… এই যেমন সুদীপা চট্টোপাধ্যায়… নস্টালজিয়ায় ভাসছেন তিনি। ভাসবেনই বা না কেন? সেই কতদিন আগের কথা। অভিনেতা ঋষি কৌশিকের সঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। সেই আইকনিক ধারাবাহিক– ‘একদিন প্রতিদিন’। যার তুলনা টেনে আজও দর্শক দীর্ঘশ্বাস ফেলে বলে, “বহু দিন আর ওরকম ধারাবাহিক হয় না বাংলায়।” সেই ধারাবাহিকে ঋষির বিপরীতে অভিনয় করেছিলেন সুদীপা। তখন তাঁদের দু’জনের বয়স অল্প। সেখানকার সেট থেকেই বেশ কিছু ছবি শেয়ার করছেন সুদীপা। শুধু ছবি শেয়ারই নয়। ‘বিহাইন্ড দ্য সিন’-এর গল্পও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। তাঁর কথায়, “সেই সুন্দর দিনগুলি। একদিন প্রতিদিন। কত সুন্দর ছিল দিনগুলো। এই সিনটা যখন শুটিং হচ্ছে… তখন ঋষি আর আমার কথা বন্ধ। মুখ দেখাদেখি বন্ধ। আমরা শুধু ঝগড়া নয়, মারপিটও করতাম। ভাবলে হাসি পায়! কী বোকা বোকা সব ইস্যুতে ঝগড়া করতাম।” এখন আর সেই দিন নেই, ‘জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার।”

সুদীপার নস্টালজিয়ায় জিয়া নস্টাল আমজনতা। এক নেটিজেন শেয়ার করে নিয়েছেন ওই ধারাবাহিককে ঘিরে তাঁর স্মৃতির কথা। তাঁর কথায়, “প্রিয় একটা সিরিয়াল ছিল,, সেই সময় পড়াশোনার চাপ ছিল যথেষ্ট,, পাশের ঘরে পড়তে বসতাম আর যখন সিরিয়াল টা হতো তার আগে টিভির ঘরে গিয়ে ড্রেসিং টেবিলের আয়না টা এমন ভাবে সেট করে রেখে আসতাম যেন পড়ার ঘরে বসে দেখতে পাই। সাউন্ড তো এমনিতেই পেতাম,,আয়না ছিলো তিনটি ফোল্ডের। সেটাও একদিন ধরা খেয়ে গেলাম আর বাকিটা ইতিহাস।” ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০০৫ সালে। দুই বছর চলেছিল। অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ দাসও।

Next Article