অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তাঁর মা। গতকাল অর্থাৎ সোমবার ঘটেছে ঘটনাটি। ইতিমধ্যেই তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। কী করে হল এমনটা? টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সুদীপা জানান, এখনও সিসিইউতে ভর্তি আছেন তাঁর মা। গতকাল হঠাৎ করেই কথা জড়িয়ে যেতে থাকে তাঁর। এক মুহূর্ত দেরি না করে নিজেই গাড়ি চালিয়ে মা’কে ভর্তি করেন হাসপাতালে। তাঁর মায়ের ডায়াবেটিস রয়েছে। সেই কারণেই এই ঘটনা। তিনি বলেন, “ওখান থেকেই ফিরলাম। চিন্তায় তো আছি। তবে আগের থেকে একটু ভাল আছে মা।” সামাজিক মাধ্যমেও মায়ের অসুস্থতার খবর জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি। তিনি লেখেন, “গত কাল হৃদ্রোগে আক্রান্ত হয়েছে আমার মা। দয়া করে সবাই প্রার্থনা করুন যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।” ওই পোস্টে সকলেই জানিয়েছেন শুভকামনা। দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন, এমনটাই কামনা প্রত্যেকের।
দু’দিন আগেই পার হয়েছে মাতৃদিবস। ওই দিন মায়ের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, “জীবনের প্রথম পাওয়া উপহার- ‘মা’।জীবনের প্রথম ডাক- ‘মা’। সব পথ যখন থমকে দাঁড়ায়,তখন দুহাত পেতে আগলে রাখে- ‘মা’। জীবনের সবচেয়ে সেরা আনন্দ- মার মুখে দেখতে পাওয়া হাসি। তাই,যদি একটা দিনে- তাঁকে একটু বিশেষ করে আদর-যত্ন করা যায়,তাতে ক্ষতি কি? আমার মা- আমার দেখা,পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারব না কেউ। তাই,তোমাকে বারবার কুর্নিশ জানালেও- তা কমই হয়। বেঁচে থাক।” এরপরেই এই ঘটনা। আপাতত তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরুন, এমনটাই চাইছেন সকলে। ছোট পর্দায় কাজ করেছেন সুদীপা। দীর্ঘদিন কাজ করেছেন সঞ্চালক হিসেবে। তাঁর জনপ্রিয় কুকিং রিয়ালিটি শো ‘সুদীপার রান্নাঘর’ একসময় বিশাল জনপ্রিয় হয়েছিল। কিছু মাস আগেই তা শেষ হয়েছে। আপাতত নতুন কোনও প্রজেক্টে হাত দিতে দেখা যায়নি তাঁকে। তিনি ব্যস্ত রয়েছেন তাঁর শাড়ি ও গয়নার ব্যবসা নিয়ে।