Sudipa Chatterjee: ‘ওঁর জন্য প্রার্থনা করবেন’, হাসপাতালে ভর্তি সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 29, 2023 | 7:45 PM

Sudipa Chatterjee: দিন কয়েক ধরেই অসুস্থতা ছিলই। কিন্তু লক্ষ্মীপুজোর দিনেই বেড়েছে বিপতি। বুকে ব্যথা ও বেশ কয়েকবার বমি হওয়ার পরিবার আর ফেলে রাখেননি। হাসপাতালে ভর্তি করতে হয়েছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। যিনি সম্পর্কে সঞ্চালক ও ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী।

Sudipa Chatterjee: ওঁর জন্য প্রার্থনা করবেন, হাসপাতালে ভর্তি সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী
সুদীপা ও অগ্নিদেব।

Follow Us

 

দিন কয়েক ধরেই অসুস্থতা ছিলই। কিন্তু লক্ষ্মীপুজোর দিনেই বেড়েছে বিপতি। বুকে ব্যথা ও বেশ কয়েকবার বমি হওয়ার পরিবার আর ফেলে রাখেননি। হাসপাতালে ভর্তি করতে হয়েছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। যিনি সম্পর্কে সঞ্চালক ও ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী। চিকিৎসকেরা জানিয়েছেন প্রধান দু’টি ধমনীতে ব্লকেজ থাকার কারণে বাইপাস সার্জারির প্রয়োজন হয়েছে তাঁর। আগামীকাল অর্থাৎ সোমবার সেই অস্ত্রোপচার সম্পন্ন হতে চলেছে পরিচালকের। সময়টা ভাল যাচ্ছে না সুদীপা চট্টোপাধ্যায় ও তাঁর পরিবারের। তাঁদের পুজোর বেশ নামডাক। তবে এবার দুর্গাপুজোর মধ্যেই বাড়িতে ঘটে গিয়েছে এক অঘটন। অষ্টমীর রাতে হঠাৎ করেই মারা যায় তাঁর প্রাণপ্রিয় পোষ্য বাঁটুল। ভেঙে পড়েছিলেন সুদীপা। সে সময় জানিয়েছিলেন সব ঠিকই ছিল, যেদিন মারা যায়, সেদিন সকালেও হাঁটতে বের হয়। কিন্তু রাতেই সব শেষ। এরই মধ্যে অগ্নিদেবের অসুস্থতা। সব মিলিয়ে বিপাকে তিনি।

নিজের দুশ্চিন্তার কথা জানিয়ে ইনস্টাগ্রামেও একটি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। সুদীপা লিখেছেন, ” আমার বর অগ্নিদেব চট্টোপাধ্যায় এক হাসপাতালে বাইপাস সার্জারির জন্য ভর্তি। ওর জন্য প্রার্থনা করবেন।” নেটাগরিকরাও শুভকামনা পাঠিয়েছেন সুদীপার পরিবারের জন্য। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন অগ্নিদেব, এমনটাই চাইছেন সকলেই।

Next Article