রথে কাঠামো পুজো, দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলেন সুদীপা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 12, 2021 | 4:42 PM

Sudipa Chatterjee: পরিচালক তথা প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সঞ্চালিকা তথা চিত্রনাট্যকার সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো বেশ বিখ্যাত। বহু নামজাদা ব্যক্তিত্ব পুজোর কোনও একটা দিন চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে হাজির হন।

রথে কাঠামো পুজো, দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলেন সুদীপা
সপরিবার সুদীপা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

Follow Us

দুর্গাপুজো আসছে। মা আসছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর বেশি দেরি নেই। করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে গত বছরের মতো এ বছরের পরিস্থিতিও বিশেষ ভাল নয়। তবে তার মধ্যেই নিয়ম নীতি মেনে পুজোর প্রস্তুতি শুরু করে দিলেন সুদীপা চট্টোপাধ্যায়।

পরিচালক তথা প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সঞ্চালিকা তথা চিত্রনাট্যকার সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো বেশ বিখ্যাত। বহু নামজাদা ব্যক্তিত্ব পুজোর কোনও একটা দিন চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে হাজির হন। গত বছর যদিও ছবিটা আলাদা ছিল। এ বছরও সাধারণের জন্য ব্যবস্থা করা হয়তো সম্ভব হবে না। কিন্তু আজ অর্থাৎ রথের দিন এই পারিবারিক পুজোর কাঠামো পুজো হয়। শিল্পীর স্টুডিওতে গিয়ে সেই কাঠামো পুজো সেরে ফেললেন দম্পতি। সঙ্গে ছিল দম্পতির একমাত্র পুত্র আদিদেব চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় কাঠামো পুজোর কিছু ছবি শেয়ার করে সুদীপা লিখেছেন, ‘দুগ্গা দুগ্গা বলে, শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসবের সূচনা। দুর্গাপুজার কাঠামো পুজো হয়ে গেল আজ- কুমারটুলিতে, পশুপতি রুদ্র পালের ওয়ার্কশপে।’ সুদীপা, অগ্নিদেব এবং আদিদেবের পোশাকে ছিল সাদা, লালের ছোঁয়া। এই কম্বিনেশনে পোশাক পরেছিলেন সকলে।

দিন কয়েক আগে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা। গয়নার ভিডিয়ো। সঙ্গে লিখেছেন, ‘ব্র্যান্ড সুদীপা চ্যাটার্জী আসছে। খুব তাড়াতাড়ি আসছে। গয়না, হ্যান্ডলুম শাড়ি আরও অনেক কিছু আসছে, পুজোর আগেই আসছে। আপনাদের আশীর্বাদ চাই।’ ভারতীয় গয়না, পোলকি, বেনারসি সিল্ক শাড়ি, বাংলার জামদানি, বাংলার তাঁত, ধুতি পাঞ্জাবি, তসরের মতো অনেক কিছু দিয়ে তাঁর নতুন সম্ভার সাজাবেন, সে কথা জানিয়েছেন।

একদিকে নিজের নতুন কাজ, অন্যদিকে বাড়ির পুজোর প্রস্তুতি, সব কিছু নিয়েই তুমুল ব্যস্ত সুদীপা। সব আনন্দের মুহূর্তই তিনি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন, প্যানডেমিকে কানাডায় আটকে ছিলেন, অবশেষে সপরিবার মুম্বই ফিরলেন করণভীর

Next Article