Tollywood Inside: ‘কখনও মা হতে পারব না, আমি শুধু তোমার ‘এই যো…’, সৎ-ছেলেকে নিয়ে আবেগঘন সুদীপা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 10, 2023 | 10:25 AM

Tollywood Inside: স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখের সংসার সুদীপা চট্টোপাধ্যায়ের। স্বামীর তিনি দ্বিতীয় স্ত্রী। তা নিয়ে এ যাবৎ কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাঁকে। কখনও তাঁদের বয়সের ফারাক হয়ে উঠেছে নেটিজেনদের আলোচনার বিষয় আবার কখনও বা সৎ সন্তানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কৌতূহল থেমে থাকেনি সাধারণের।

Tollywood Inside: কখনও মা হতে পারব না, আমি শুধু তোমার এই যো..., সৎ-ছেলেকে নিয়ে আবেগঘন সুদীপা
সৎ সন্তানের সঙ্গে সুদীপা।

Follow Us

 

স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখের সংসার সুদীপা চট্টোপাধ্যায়ের। স্বামীর তিনি দ্বিতীয় স্ত্রী। তা নিয়ে এ যাবৎ কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাঁকে। কখনও তাঁদের বয়সের ফারাক হয়ে উঠেছে নেটিজেনদের আলোচনার বিষয় আবার কখনও বা সৎ সন্তানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কৌতূহল থেমে থাকেনি সাধারণের। এবার সৎ ছেলে আকাশের জন্মদিনে আবেগঘন বার্তা সুদীপার। আকাশের সঙ্গে যখন তাঁর দেখা হয় তখন তিনি স্কুলে পড়ছেন। সেই কথাই আরও একবার মনে করিয়ে দিয়ে অতীতের স্মৃতি ঘেঁটে সুদীপা লেখেন, “যখন আমার ওর সঙ্গে দেখা হয় তখন স্কুলে পড়ে। ভাগ্য আমাদের এক সঙ্গে বেঁধে দিয়েছে। আমরা দুজনেই খুব ভাল বন্ধু। দুজনেই দু’জনের সমালোচক। কিন্তু সব সময়েই আমরা একে অন্যের সাপোর্ট সিস্টেম। যদি পড়ে যাও, তোমার পাশে দাঁড়াব। যদি আমি পড়ে যাই, তুমি যে থাকবে তাও জানি। আমাদের সম্পর্ককে নাম দিতে চাই না। তোমার মা কোনওদিন হতে পারব না। আমি শুধু তোমার ‘এই যো’। শুভ জন্মদিন হ্যান্ডসাম। হাসতে থেকো।” তবে শুধু সুদীপাই নন, আকাশের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণও। দিনটি যাতে আনন্দে কাটে তাঁর এটাই কামনা সকলের।

প্রসঙ্গত, কিছু মাস আগেই শেষ হয়েছে সুদীপার কুকিং শো। জার্নিশেষে আবেগঘন হয়ে পড়েন তিনি।বলেন, “কতবার,মনে হয়েছে- আর পারবো না। শেষ হবে রান্নাঘর। কিন্তু,সবাই মিলে আবার নতুন উদ্যমে নেমে পড়েছি কাজে। কিন্তু, সব কিছু ম্লান করে,যখন হঠাৎ,চারদিক কাঁপিয়ে কোভিড এলো- তখন মনে হয়েছিল,আর বোধহয় পারব না। কিন্তু, রান্নাঘর থেমে থাকেনি। মোবাইল ক্যামেরায় ভরসা করে,নতুন নতুন রেসিপির সন্ধান আমরা চালিয়ে গেছি- সেই প্রতিকুল পরিস্থিতিতেও।” আপাতত নতুন কোনও কাজে হাত দেননি তিনি। ব্যস্ত রয়েছে নিজের ব্যবসা নিয়েই।

 

Next Article