AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tolly Inside: ‘বিশ্বাস করিনি’, বাবার মৃত্যুর আগের দিনগুলোতে ঠিক কী ঘটেছিল? বললেন সুদীপ্তা

Tolly Inside: এরকমটা যা হঠাৎ করেই হয়ে যেতে পারে কিছুতেই বুঝতে পারেননি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। আশেপাশেই সবাইল বলছিলেন ঠিকই, কিন্তু সুদীপ্তা বিশ্বাস করেননি। কিন্তু আশঙ্কার কালো মেঘ এড়ানো গেল কই। বাবাকে হারানোর এক সপ্তাহ পার করে মৃত্যুর আগের দিনগুলোর সেই হৃদয় বিদারক বর্ণনাই দিলেন নায়িকা।

Tolly Inside: 'বিশ্বাস করিনি', বাবার মৃত্যুর আগের দিনগুলোতে ঠিক কী ঘটেছিল? বললেন সুদীপ্তা
বাবার সঙ্গে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 6:24 PM
Share

এরকমটা যা হঠাৎ করেই হয়ে যেতে পারে কিছুতেই বুঝতে পারেননি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। আশেপাশেই সবাইল বলছিলেন ঠিকই, কিন্তু সুদীপ্তা বিশ্বাস করেননি। কিন্তু আশঙ্কার কালো মেঘ এড়ানো গেল কই। বাবাকে হারানোর এক সপ্তাহ পার করে মৃত্যুর আগের দিনগুলোর সেই হৃদয় বিদারক বর্ণনাই দিলেন নায়িকা। যা শুনে আপনিও চোখের জল কিছুতেই ধরে রাখতে পারেবন না। বাবা কিছু মাস যাবৎই অসুস্থ ছিলেন তাঁর। ভর্তি ছিলেন হাসপাতালেই। হসপিটালেই রোজ বাবার সুস্থ হয়ে যাওয়ার অপেক্ষায় বসে থাকতেন সুদীপ্তা। রোজই ভাবতেন আজ হয়তো কথা বলবেন। অবশেষে এল ৪ নভেম্বর। বাবার উদ্দেশে সুদীপ্তা লিখছেন, “আমার হাতটা বেশ শক্ত করে ধরেছিলে কিছুক্ষণ। কয়েকটা কথা বলেছিলে। তবে আমাদের উপস্থিতি টের পাওনি। কত ডেকেছি। তুমি টের পাওনি। তুমি বুঝতেও পারনি।”

অবস্থার অবনতি দেখে কার্যত সবাই জবাব দিয়েছিল। কিন্তু মেয়ের মন কি আর মানতে চায়? সুদীপ্তার কথায়, “সবাই বলছিল বটে, তোমার অবস্থার অবনতির কথা। আমি আর দাদা বিশ্বাস করিনি।” অবশেষে এল সেই অভিশপ্ত ৯ নভেম্বর। ওই দিন রাত থেকেই অভিনেত্রীর বাবা যেন বুঝিয়েই দিচ্ছিলেন আর বেশিক্ষণ সময় নেই। অবশেষে ১০ নভেম্বর সব শেষ, বিকের গড়িয়ে তখন সন্ধে। চলে যান সুদীপ্তার বাবা। তাঁর কথায়, “আর দেখা হবেনা…কথা হবেনা…তোমাকে ছুঁতে পারবোনা কখনো….আমিতো তোমায় ছুঁয়ে দেখলাম সেদিন…তোমার বুকে অনেকটা কষ্ট হয়েছিল আমি জানি….আদর করলাম …বাবা বাবা করে কত ডাকলাম…তুমিতো উঠলে না…”। ইনস্টাগ্রামে সদা সক্রিয় সুদীপ্তাও এই কয়দিন যেন একেবারেই চুপ করে গিয়েছেন। বক্সী পরিবারে বউ হয়ে এসেছেন এই বছরেই। মেয়ের বিয়ে দেখে যেতে পেরেছিলেন বাবা। সেই ছবিই ইনস্টাগ্রামে ভাগও করে নিয়েছেন অভিনেত্রী। বাবা আর নেই, ছবিগুলোই যে এখন তাঁর একমাত্র সম্বল।