Sudipta Banerjee Wedding: তৃণমূল নেতাকে বিয়ের বাকি কিছু ঘণ্টা, কেন কাঁদছেন সুদীপ্তা? রইল ভিডিয়ো
Sudipta Banerjee Wedding: একটা সময় ২২০০ টাকার জন্য বাড়ির কেবল কানেকশন কেটে নেওয়া হয়েছিল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। লড়াই শুরু হয়েছিল তখন থেকেই।

একটা সময় ২২০০ টাকার জন্য বাড়ির কেবল কানেকশন কেটে নেওয়া হয়েছিল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। লড়াই শুরু হয়েছিল তখন থেকেই। আর সেই লড়াইয়েই সফল নায়িকার বিয়ের সানাই বেজে গিয়েছে। শুভ মুহূর্ত আসার বাকি মাত্র কয়েক ঘণ্টা। ধুমধাম করে হবে বিয়ের অনুষ্ঠান। তৃণমূল নেতা সৌম্য বক্সীই তাঁর হবু বর। কিন্তু বিয়ের আগে সুদীপ্তার এক ভিডিয়ো দেখে আবেগঘন তাঁর ভক্তরাও। যে ভিডিয়োতে ভাতের থালার সামনে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন নায়িকা। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন পরিবারের প্রিয়জন। ভিডিয়োটি তোলা হয়েছে সুদীপ্তার আইবুড়ো ভাতের অনুষ্ঠানে। সামনে সাজানো পঞ্চব্যঞ্জন। সেখানে হাজির সকলেই। গোলাপি শাড়িতে নিজেকে সাজিয়ে খেতে খেতেই তাঁর চোখে জল। কেন?নেটিজেনরা নিজেরাই সেই ধারণা করে নিয়েছেন। আইবুড়ো অর্থাৎ অবিবাহিত হিসেবে এই তাঁর শেষ ভাত খাওয়া। সেই কারণেই হয়তো খানিক আবেগঘন নায়িকা। হাজার হোক নিজের বাড়ি ছাড়তে হবে তাঁকে। তা তো আর কম যন্ত্রণার নয়। গতকালই সম্পন্ন হয়েছে নায়িকার মেহেন্দির অনুষ্ঠান। এবার শুধু শুভক্ষণের অপেক্ষা। ১ মে অর্থাৎ আজ বাইপাসের ধারে বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। প্রেম করেই বিয়ে তাঁদের। সম্পর্ক নিয়ে কোনওদিনই সেই অর্থে লুকোছাপা করেননি। প্রথম থেকেই ঠিক ছিল বিয়েই করবেন। অবশেষে সেই ইচ্ছে পূর্ণতা লাভ করতে চলেছে। বিয়েতে থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। বেনারসীর সঙ্গে সোনার গয়নায় সেজে উঠবেন তিনি। শুধু সাজপোশাকই নয়, খাবারদাবারেও দেখা যাবে ভরপুর বাঙালিয়ানা।
বিয়ের ১০ দিন আগেই শুটিং থেকে ছুটি নিয়েছেন সুদীপ্তা। তার আগে সিরিয়ালের সেটে তাঁর জন্য আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। পঞ্চব্যঞ্জন সাজিয়ে তা পরিবেশনা করেছিলেন তাঁর সতীর্থরা। এ দিন তাঁর বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবে টলিউডের একটা বড় অংশ। সব মিলিয়ে দ্য ডি-ডের জন্য পুরোপুরি প্রস্তুত নায়িকা। বিসমিল্লার সানাইয়ের সুর যে বাজতে শুরু করে দিয়েছে।
View this post on Instagram





