বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে মহিলা চরিত্রের কস্টিউম পরে ঘোরেন সুনীল গ্রোভার!
Sunil Grover: কপিল শর্মা এবং সুনীল গ্রোভার হিন্দি টেলিভিশনের হিট জুটি ছিলেন। হ্যাঁ, ছিলেন। কারণ ২০১৭-এ ব্যক্তিগত ঝামেলা তাঁদের সম্পর্ককে এতটাই তিক্ত করে তোলে যে আর একসঙ্গে কাজ করেন না এই দুই অভিনেতা।
‘রিঙ্কু ভাবি’কে মনে পড়ে? ঠিক ধরেছেন। অনস্ক্রিন ‘রিঙ্কু ভাবি’ অর্থাৎ অভিনেতা সুনীল গ্রোভার। এক সময় কমেডিয়ান হিসেবে যেন তকমা লেগে গিয়েছিল তাঁর গায়ে। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’, ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর দৌলতে সুনীলের মহিলা চরিত্রে অভিনয় দেখেছেন দর্শক। ‘সানফ্লাওয়ার’ বা ‘তান্ডব’-এর মতো ওয়েব সিরিজে সুনীলকে অন্য ধরনের চরিত্রে দেখেছেন দর্শক। কমেডির বাইরে অন্য কাজের সুযোগ পেয়েছেন অভিনেতা। কিন্তু এখনও নিজের অভিনীত মহিলা অনস্ক্রিন চরিত্রদের মিস করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে সুনীল বলেন, “এখনও আমার আলমারিতে শাড়ি, ব্লাউজ, অ্যাকসেসেরিজ-সব আছে। যখনই আমার চরিত্রদের মিস করি, সোজা আলমারি খুলে ওই সব পোশাকগুলো দেখে নিই একবার। কখনও আবার বাইরে বের করে রোদ্দুরেও দিই। ওগুলো আমার কাছে মূল্যবান। বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে ওই পোশাক পরে ডাউন নস্ট্যালজিয়া লেনে একটা ট্রিপও করে নিই। ওই শোয়ের অনেক স্মৃতি আছে আমার। আমাকে ওই শো অনেক কিছু দিয়েছে।”
কপিল শর্মা এবং সুনীল গ্রোভার হিন্দি টেলিভিশনের হিট জুটি ছিলেন। হ্যাঁ, ছিলেন। কারণ ২০১৭-এ ব্যক্তিগত ঝামেলা তাঁদের সম্পর্ককে এতটাই তিক্ত করে তোলে যে আর একসঙ্গে কাজ করেন না এই দুই অভিনেতা। কপিল অন্যান্যদের শিল্পীদের নিয়ে শো চালিয়ে নিয়ে গিয়েছেন। অন্যদিকে নিজের মতো করে টেলিভিশন এবং বড়পর্দায় পারফর্ম করেছেন সুনীল।
কপিল এবং সুনীল প্রকাশ্যে নিজেদের ঝামেলা মিটিয়ে নিয়েছেন ঠিকই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগও রেখেছেন। কিন্তু ওই ঘটনার পর আর একসঙ্গে কাজ করেননি। সুযোগ এলে আবার কি কপিলের সঙ্গে কাজ করবেন? এ প্রশ্নেক উত্তরে সুনীল বলেন, “যদি আমাকে একটা দারুণ চিত্রনাট্য অফার করা হয়, যদি তেমন সুযোগ আসে, নিশ্চয়ই কপিলের সঙ্গে কাজ করব।”
আরও পড়ুন, ‘সাদা-কালোর মতো বিভিন্ন বিষয় অত সহজ নয়’, কার জন্য বার্তা দিলেন শ্রাবন্তী?