অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুতের প্রেমের খবর কে না জানেন। শুধু কি প্রেম? একসময় বিয়ের কথাও ছিল তাঁদের। দিন বদলেছে, সময় থেমে থাকেনি। সুশান্ত আর নেই। অঙ্কিতার জীবনও এগিয়ে গিয়েছে অনেকটাই। আজ তিনি বিবাহিত। সুখে সংসার করছেন। হঠাৎ করই অঙ্কিতার উপর বেজায় খাপ্পা সুশান্ত ভক্তরা। তাঁদের দাবি, নায়িকা নাকি অপমা ন করেছেন সুশান্ত সিং রাজপুতকে? জীবন থেকে বাদ শুধু না, নিজের ভাললাগা-আনন্দের মুহূর্ত থেকে নাকি কার্যত সরিয়ে দিয়েছেন তাঁর প্রথম ভালবাসাকে। ঠিক কী এমন ঘটেছে যে কারণে ট্রোল্ড হতে হল অঙ্কিতাকে?
‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়েই প্রথম কেরিয়ার শুরু করেন অঙ্কিতা। সেই ধারাবাহিকেরই ১৪ বছর পূর্ণ হল সম্প্রতি। ধারাবাহিকে অঙ্কিতার নাম ছিল অর্চনা। অন্যদিকে সুশান্ত ছিলেন মানব। একটি ভিডিয়ো শেয়ার করে অঙ্কিতা লেখেন, “পবিত্র রিস্তার ১৪ বছর। এখনও আমার প্রথম সন্তানের সঙ্গে আত্মার যোগ অনুভব করি। একতা কাপুর অনেক ধন্যবাদ আমায় বিশ্বাস করার জন্য, আমায় ভরসা করার জন্য। এখনও যখন দেখা হয় মানুষজনের সঙ্গে, তাঁরা আমায় অর্চনা নামেই ডাকেন। কী যে ভাল লাগে… যারা এই সুন্দর ধারাবাহিক দেখেছেন, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবাইকে অনেক ভালবাসা জানাই।” এই পোস্ট দেখার পরেই ক্ষুব্ধ ফ্যানেরা। তাঁদের মতে যিনি না থাকলে আজ অর্চনা, অর্চনাই হয়ে উঠতেন না, সেই মানব ওরফে সুশান্ত সিং রাজপুতের কথা কেন একবারের জন্যও উল্লেখ করলেন না অঙ্কিতা? কেন ভিডিয়োতেও একবারের জন্য দেখালেন না সুশান্তের মুখ? অনেকেই অঙ্কিতাকে ‘সুবিধেবাদী’ আখ্যা দিয়েছেন। ‘বেইমান’ বলতেও ছাড়েননি কেউ কেউ।
প্রসঙ্গত, ২০২০ সালে ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। পুলিশ জানান, তিনি আত্মহত্যা করেছেন। যদিও আত্মহত্যার কথা মানতে চাননি অঙ্কিতা। সুশান্ত কেমন মানুষ ছিলেন, তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন। এমনকি সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সেই অঙ্কিতার হলটা কী? প্রশ্ন তুলেছেন ভক্তরা।