Swastika Dutta: ‘উরফি দিদিকে অনুসরণ করছে…’, কোন পোশাক পরায় ট্রোল্ড স্বস্তিকা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 23, 2023 | 12:21 PM

Swastika Dutta: সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনার মুখে অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তুলনা করা হল উরফি জাভেদের সঙ্গে। শুধু কি তাই, উড়ে এল নানা নেতিবাচক মন্তব্য। কী এমন পরেছিলেন স্বস্তিকা?

Swastika Dutta: উরফি দিদিকে অনুসরণ করছে..., কোন পোশাক পরায় ট্রোল্ড স্বস্তিকা?
স্বস্তিকা দত্ত।

Follow Us

সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনার মুখে অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তুলনা করা হল উরফি জাভেদের সঙ্গে। শুধু কি তাই, উড়ে এল নানা নেতিবাচক মন্তব্য। কী এমন পরেছিলেন স্বস্তিকা? ফিউশন পোশাকে নিজেকে সাজিয়েছিলেন স্বস্তিকা। দিয়েছিলেন নিজের পছন্দমতো এক পোজও। কিন্তু তা মোটেও মনে ধরল না নেটিজেনদের একটা বড় অংশের। তাঁদের মতে উরফি জাভেদেকে নাকি অনুকরণ করেছেন তিনি। এমনকি তাঁর পোজ নিয়েও উড়ে এসেছে নানা মন্তব্য। একজন লিখেছেন, “উরফি দিদিকে অনুসরণ করছেন নাকি? জামাটার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কয়েকটা জামা কেটে একটা জামা বানিয়েছে। এক্ষুনি একদল সুশীল জ্ঞান দিয়ে চলে আসবে।” তাঁর সঙ্গে সহমত অনেকেই। কেন স্বস্তিকা এ হেন পোশাক বেছে নিয়েছেন, সে প্রশ্ন করেছেন অনেকেই। তবে ফ্যাশানিস্তাদের মতে স্বস্তিকা বেছেছেন লেদার ব্রালেট, রাফেল স্লিভ লিলেন জ্যাকেট আর ড্র্যাপড স্কার্ট– হালফিলে এ বেশ ট্রেন্ডিং। ন্যুড শেডের লিপস্টিক তাঁর সাজপোশাকে যোগ করেছিল অন্য মাথা। তা সত্ত্বেও মন জয় করা হয়নি তাঁর। তবে সমালোচনার মুখে পড়ে পাল্টা মুখ খোলেননি তিনি। স্বস্তিকা কিন্তু নীরব।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে স্বস্তিকা দত্তকে। তবে এই মাসেই এই ধারাবাহিক শেষ হয়ে যাবে। টিভিনাইন বাংলাকে স্বস্তিকা জানিয়েছেন, আগামী ২৫-২৬ তারিখেই শেষ হবে ধারাবাহিকের শুটিং। আর সম্প্রচারের শেষ তারিখ আগামী ২৯ জুলাই। তবে শুধু ধারাবাহিকেই নয়, সিনেমা ও ওটিটিতেও চুটিয়ে কাজ করছেন স্বস্তিকা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘ফাটাফাটি’ ছবিতে।

 

 

 

Next Article