‘কী করে বলব তোমায়’ শেষের পর মুড সুইং করছে স্বস্তিকার

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 25, 2021 | 5:34 PM

Swastika Dutta: সদ্য শেষ হয়েছে স্বস্তিকা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়-’এর শুটিং। আগামী ৬ অগস্ট শেষ সম্প্রচার।

‘কী করে বলব তোমায়’ শেষের পর মুড সুইং করছে স্বস্তিকার
স্বস্তিকা দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

সাদা-কালো ছবি। রংহীন ছবির মানুষটি কিন্তু ব্যক্তি জীবনে ভীষণ রঙিন। বড় সানগ্লাসে ঢাকা চোখ। খোলা চুলের মায়ায় কিছুটা অন্যরকম দেখতে লাগছে তাঁকে। তিনি অর্থাৎ বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সদ্য ইনস্টাগ্রামে নিজের এমন ছবিই শেয়ার করেছেন।

ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, ‘সাম মুড সুইংস অ্যান্ড কার ভাইবস’। সদ্য শেষ হয়েছে স্বস্তিকা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়-’এর শুটিং। আগামী ৬ অগস্ট শেষ সম্প্রচার। শুটিং শেষ হওয়ার পর আজ প্রথম রবিবার ছুটি উপভোগ করছেন স্বস্তিকা। ধারাবাহিক দৈনন্দিন রুটিন থেকে এখন অভিনেত্রীর রুটিন একেবারে আলাদা। সে কারণেই মুড সুইং হওয়া স্বাভাবিক বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।

স্বস্তিকা আগেই জানিয়েছেন, যোগা, জিম নতুন করে শুরু করেছেন। নিজের মেকওভার করছেন। লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। আর কিছুদিনের মধ্যেই সেই নতুন লুক প্রকাশ করবেন। এ প্রসঙ্গে TV9 বাংলাকে স্বস্তিকা বলেন, “বিজয়িনীর পর সে ভাবে গ্যাপ পাইনি। তাই এখন নিজেকে গ্রুম করব। সিরিয়াল তো করবই। কিন্তু ওয়েবেও কাজ করতে চাইছি। আমার ইচ্ছে পরের কাজটা এমন হোক, যাতে সবাই আবার বলবে মেয়েটি ভাল অভিনেত্রী। ভাল কাজের জন্য অপেক্ষা করব। ইনফ্যাক্ট কতদিন গ্যাপ নেব, সেটা নির্ভর করবে যত তাড়াতাড়ি ভাল কাজ আসবে, তার উপর। পুজো পর্যন্ত ছুটি নেওয়ার ইচ্ছে রয়েছে।”

তবে এই ছুটিতে কোথাও বেড়াতে যাচ্ছেন না স্বস্তিকা। প্যানডেমিক পরিস্থিতিতে বাইরে যাওয়ার ঝুঁকি নেবেন না বলে জানালেন। বরং কলকাতাতেই কিছু কাজ জমে রয়েছে। সেগুলো শেষ করতে চান বলে জানালেন।

আরও পড়ুন, আমি ভালবাসা অনুভব করি, বিশ্বাস করি: নুসরত জাহান

Next Article