Telly Gossip: দিব্যজ্যোতির জন্মদিন, রাগ-অভিমান ভুলে কী কাণ্ড ঘটালেন স্বস্তিকা?
Telly Gossip: দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষের মধ্যে সম্পর্ক যে একেবারেই ভাল যাচ্ছে না, এ কথা কারও অজানা ছিল না। দিব্যজ্যোতির জন্মদিনে স্বস্তিকা কী করেন সে দিকে নজর ছিল ভক্তদের।
দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষের মধ্যে সম্পর্ক যে একেবারেই ভাল যাচ্ছে না, এ কথা কারও অজানা ছিল না। দিব্যজ্যোতির জন্মদিনে স্বস্তিকা কী করেন সে দিকে নজর ছিল ভক্তদের। মন যে নরম হয়েছে সে আভাস পাওয়া গিয়েছিল আগেই, এবার পরিস্কার হল সবটা। ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই দিব্যকে নিয়ে এল স্বস্তিকার পোস্ট। এক আউটডোরের ছবি। পাশাপাশি বসে আছেন দু’জনে। দু’জনেই মুখে হাসি। ছবি শেয়ার করে তিনি লেখেন, “শুভ জন্মদিন হিরো। ভাল থাক সবসময়, খুশি থাক। আর আরও ভাল ভাল কাজ কর।” পোস্ট দেখে স্বস্তিতা স্বস্তিকার ভক্তরাও। এমনটাই যে চেয়েছিলেন তাঁরা। অনস্ক্রিন হোক অথবা অফস্ক্রিন– সূর্য-দীপার ভুল বোঝাবুঝি যেন মিটে যায় এমনটাই যে সব সময় চান তাঁরা। হাজার হোক টিআরপির এক নম্বর সিরিয়াল বলে কথা।
এর আগে ঝামেলা নিয়ে টিভিনাইন বাংলা প্রশ্ন রেখেছিল দিব্যজ্যোতির কাছে। তিনি বলেন, “বন্ধুদের মধ্যে আড়ি-ভাব লেগেই থাকে, ঝামেলা যদি হয়েও থাকে তবে তা ঠিকও হয়ে যাবে।” ইনস্টাগ্রামেও আনফলো করেছিলেন দুজনে। সে নিয়ে প্রশ্ন করতেই দিব্য যোগ করেছিলেন, “কেন আনফলো করলাম সে কারণ না হয় ব্যক্তিগতই থাক।” তবে স্বস্তিকার পোস্ট কার্যতই জানিয়ে দিচ্ছে লড়াই ঠান্ডা হওয়ার দিকে। এ দিন টিভিনাইন বাংলাকে দিব্য জানান, সকাল থেকেই শুট চলছে তাঁর। ভীষণ ব্যস্ত তিনি। সন্ধেবেলায় হবে সেলিব্রেশন। তবে কাজ বাদ দিয়ে আপাতত কিচ্ছু নয়।