শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস, টেলিভিশন দুনিয়ায় যাত্রা শুরু থেকেই একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ছোট থেকেই তাঁরা একে অপরকে চিনতেন, তবে সম্পর্কে আসার কথা কখনও ভাবেননি তাঁরা। এরপর দুইয়ের মধ্যে রসায়ন তৈরি করে শুটিং সেট। পরপর দুই জনপ্রিয় ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন শ্বেতা-রুবেল। অভিনয়ের ক্ষেত্রে এখন তাঁদের পথটা আলাদা হলেও একে অপরের হাত ধরে চলতেই বেশি পছন্দ করেন রুবেল ও শ্বেতা। এই দুই সেলেবের বাড়ির সদস্যরাও এই সম্পর্কে ভীষণ খুশি। শ্বেতাকে যেমন রুবেলের বাড়ির সবাই আগলে রেখেছে, তেমনই রুবেলকেও শ্বেতার বাড়ির সবাই চোখের মণি করে রেখেছে।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই তাঁরা সক্রিয় । তাই মাঝেমধ্যেই সেখানে চোখ রাখলেন এই জুটির বাড়ির অন্দরমহলের নানা ছবি ফুটে ওঠে। এবার একটি রিলস শেয়ার করলেন শ্বেতা। যেখানে দেখা গেল তিনি এক ভদ্রমহিলার সঙ্গে গানে গলা মেলাতে ব্যস্ত। ক্যাপশনে লেখা ‘মা’। যদিও তিনি শ্বেতা নন, রুবেলের মা। আর তিনি রুবেলের মাকেও যে মা বলেই সম্বোধন করছেন, তা নজর এড়াল না কারও। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত, তবে কি গোপনে বিয়ে সেছেন তাঁরা? না এই জুটির সম্পর্ক প্রথম থেকেই খোলা বইয়ের মত, কোনওদিন তাঁরা কিছুই দর্শকদের থেকে লুকিয়ে রাখেননি। তাই বিয়ে করলেও সকলের সামনে ধুমধাম করেই করবেন। তবে মনেপ্রাণে যে শ্বেতা রুবেলেরই পরিবারের এক অংশ হয়ে উঠেছেন এবং রুবেলের মা-বাবাকে নিজের মা বাবার জায়গায় দিয়েছেন, তা এক কথায় বলাই চলে। আর ঠিক সেই কারণেই রুবেলের মায়ের সঙ্গে শ্বেতার করা মিষ্টি পোস্ট নজর কাড়ল সকলের।
প্রসঙ্গত নেটিজেনদের প্রশ্ন যতই থাকুক না কেন, একটি প্রশ্ন প্রতিটা পোস্টের কমেন্ট বক্সে নজরে আসবেই। আর সেটা হল কবে পর্দায় জুটি হিসেবে রুবেল ও শ্বেতা আবারও ফিরছেন? তবে এই মুহূর্তে যে সেটা সম্ভব নয়, সেই ইঙ্গিত স্পষ্ট। কারণ শ্বেতা এখন একাধিক কাজ নিয়ে ব্যস্ত অন্যদিকে, রুবেল তাঁর ধারাবাহিক নিম ফুলের মধুর কাজে যুক্ত। যার ফলে সব মিলিয়ে এখন রুবেল শ্বেতার ভক্তদের মনে বেশ মন খারাপের সুর।