রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য, একে অন্যের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছেন তাঁরা। ছোটবেলা থেকে বন্ধুত্ব হলেও, প্রেম পর্ব শুরু হয় শুটিং সেটে। এই জুটি দুই জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন। তবে ঘটনাচক্রে এখন তাঁরা ভিন্ন ভিন্ন ধারাবাহিকে কাজ করছিলেন। যদিও ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়ে শ্বেতা মাঝে টলিউডের কাজে অর্থাৎ বড় পর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। যদিও বারে বারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, তিনি অভিনয়ের ক্ষেত্রে কোনও মাধ্যমকেই বেছে নিতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় এই জুটি বেশ জনপ্রিয়। মাঝেমধ্যেই তাঁরা একে অপরের সঙ্গে পোস্ট করে থাকেন। সম্প্রতি রুবেল পায়ে চট পেয়ে অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন দীর্ঘদিন। তখনও রুবেলের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছিলেন শ্বেতা।
এবার জন্মদিন সেলিব্রেশানের পালা। ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন অভিনেতা রুবেল দাসের জন্ম। আর তাই এদিন মধ্যরাত থেকেই সেলিব্রেশন পর্ব শুরু হয়ে গেল অভিনেতার পরিবারে। কেক কাটা থেকে শুরু করে আড্ডা হুল্লোর মজা সবটাই চলল সেশ্বেতাকে পাশে রেখেই। এই বিশেষ আয়োজনের জন্য শ্বেতাকে ধন্যবাদ জানাতেও ভুললেন না অভিনেতা। শ্বেতার গালে আদরের চুম্বন বসিয়ে সেলফি তুললেন তিনি। আর অন্দরমহলে সেই সমস্ত ছবি এবার দর্শকদের জন্য সোশ্যাল মিডিয়ার পোস্ট করে দিলেন রুবেল। জুটিকে একসঙ্গে দেখে আপ্লুত দর্শকেরা। কবে একসঙ্গে কবে আবার ফিরবেন তাঁরা, এ প্রশ্ন করতে করতে এক কথায় ক্লান্ত রুবেল শ্বেতার ভক্তরা। যদিও রুবেল এখন তাঁর ধারাবাহিক নিম ফুলের মধু-র কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে শ্বেতার হাতে এখন রয়েছে বেশ কয়েকটি বড় প্রজেক্ট। যদিও শর্ত মেনে সে খবর প্রকাশ্যে আনতেন নারাজ অভিনেত্রী।