Rubel-Sweta: রোম্যান্টিক মুডে রুবেল, রবিবার অবসরে কী করলেন প্রেমিকার সঙ্গে…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 26, 2023 | 2:28 PM

Tollywood Inside: একের পর এক নতুন ধারাবাহিকের খবর সামনে আসার মাঝেও একটা কৌতুহল কিছুতেই মিটছে না ভক্তদের মন থেকে। কবে আবারও এই জুটি একসঙ্গে পর্দায় ফিরবেন? 

Rubel-Sweta: রোম্যান্টিক মুডে রুবেল, রবিবার অবসরে কী করলেন প্রেমিকার সঙ্গে...

Follow Us

শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস, ধারাবাহিকের সেটেই একে অপরের কাছাকাছি আসা। একে অন্যকে মন দিয়েছিলেন কয়েকদিনের মধ্যেই। এই জুটিকে পর্দায় দর্শকেরা রাতারাতি পছন্দ করেছিলেন। কিন্তু বাস্তবেও যে তাঁরা একে অন্যকে মন দিয়েছিলেন,  সে খবর অনেকদিন ধরেই চাপা ছিল সিনেপাড়ায়। ছোট থেকেই তাঁরা একে অপরের সঙ্গে পরিচিত ছিলেন। কিন্তু কোথাও গিয়ে যেন তাঁদের সেই বন্ধুত্বটা সম্পর্কে পরিণত হবে, তাঁরা নিজেও বহুঝতে পারেননি। তবে এখন তাঁরা চুটিয়ে প্রেম করছেন। বিয়ে নিয়ে তেমন কোনও পরিকল্পনা নেই। একে অন্যের কেরিয়ারকেই গুরুত্ব দিতে ব্যস্ত। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক এই স্টারদ্বয়ের দখলে। সদ্য শ্বেতা ও রুবেল আলাদাভাবে ধারাবাহিক করা শুরু করেন। তার মাঝেই শ্বেতার ধারাবাহিক বন্ধের খবর আসে সামনে। সোমবার অর্থাৎ আজ, ২৬ জুন শেষ হচ্ছে শ্বেতার বর্তমান ধারাবাহিক সোহাগ জল।

জন্য দিকে নিম ফুলের মধু ধারাবাহিক নিয়ে ব্যস্ত এখন অভিনেতা রুবেল। পল্লবী শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। ধারাবাধিক মাঝে মধ্যেই টিআরপির তালিকায় জায়গা করে নেয়। তবে রুবেল পর্দায় পল্লবীর সঙ্গে যতই জুটি তৈরি করুন, বাস্তবে তাঁর পাশে যেন শ্বেতাকেই দেখতে চান ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় দুই স্টারই বরাবর সক্রিয়। তাই অবসরে কাটানো মুহূর্তে মাঝে মধ্যেই পোস্ট করে থাকন সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি তেমনই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন শ্বেতা। কখনও কফি ডেট, কখনও আবার অবসরে পরিবারের সঙ্গে ফ্রেমবন্দি। এই জুটিকে পরিবারের সকলেই ভীষণ পছন্দ করেন। তাঁরাও পরিবারকে নিয়েই থাকনে বেশিরভাগ সময়। সে ছুটি কাটাতে কাছে পিঠে কোথাও যাওয়া হোক বা অবসরে আড্ডায় মাতা। তবে একের পর এক ধারাবাহিকের খবর সামনে আসার মাঝেও একটা কৌতুহল কিছুতেই মিটছে না ভক্তদের মন থেকে। কবে আবারও এই জুটি একসঙ্গে পর্দায় ফিরবেন?

Next Article