আবারও মন খারাপ তারক মেহতা কা উলটা চশমা (Taarak Mehta Ka Ooltah Chashmah) ভক্তদের। দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ধারাবাহিকে বর্তমানে একের পর এক ভাঙ্গন দেখা দিচ্ছে। প্রতিটা চরিত্রের ক্ষেত্রেই ধারাবাহিক যেন বেজায় প্রশ্নের মুখে বর্তমানে। দীর্ঘ দিন ধরে টিআরপি (TRP) তালিকায় সেরা স্থানে থাকা এই ধারাবাহিকই নাকি গলার কাঁটা হয়ে উঠছে খোদ তারকাদের কাছেই। প্রশ্ন তুলছে নেটপাড়া, কারণ এই মর্মেই একের পর এক স্টারেরা ছাড়ছে এই ধারাবাহিক। যথেষ্ট জনপ্রিয় ধারাবাহিক (Hindi Serial), তার ওপর মোটা অঙ্কের টাকা দিয়ে প্রতিটি কাস্টকে রাখা হয়েছে বিভিন্ন চরিত্রে। তবে কয়েক মাস আগে শৈলেশ লোধা অর্থাৎ তারাক মেহতা খোদ এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন।
তাঁর বক্তব্য এই ধারাবাহিককে তার আর আলাদা করে কিছু করার ছিল না। কেরিয়ারে নতুন কিছু করতে চান সেই কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ব্যক্তিগত কারণবশত দয়াও বেরিয়ে গিয়েছে ধারাবাহিক থেকে। এবার আরও এক চারিত্রের চেনা মুখের সফর ইতির। জেঠা লালের পুত্র টাপু অর্থাৎ অভিনেতা রাজ বিদায় নিলেন এই ধারাবাহিক থেকে। সোশ্যাল মিডিয়া এক দীর্ঘ পোস্ট করে নিজেই জানালেন সেই খবর। লিখলেন, কোনও জল্পনা নয়, তিনি এই তারক মেহতা কা উল্টা চশমা সফর ইতি করলেন। তাঁকে এই চরিত্র দেওয়ার জন্য তিনি ধন্যবাদ এবং যারা যারা তার এই চরিত্রকে ভালোবাসা দিয়েছে তাদেরকেও তিনি এদিন ধন্যবাদ জানাতে ভুললেন না।
তবে অভিনেতার এই পোস্টে তেমন কোনও আক্ষেপ না থাকলেও বিটাউন সূত্রে খবর রাজ এই চরিত্র থেকে বিদায় নিয়েছে কেবলমাত্র চরিত্রের বৈশিষ্ট্যের জন্য। ধীরে ধীরে চরিত্র এমন একটা সেফ বা ধাঁচ নিচ্ছিল, যেখানে তাঁর নতুন করে আর কিছু করার থাকছিল না। তিনি ঠিক শান্তি পাচ্ছিলেন না এই চরিত্রে অভিনয় করে। তার জেরেই তিনি শো থেকে বেরিয়ে গেলেন নতুন কিছু করার ইচ্ছায়। খবর সামনে আসা মাত্রই আবারও মন খারাপ ভক্তদের। শৈলেশ লোধা অর্থাৎ তারাক মেতাকা ফেরানোর চেষ্টায় মরিয়া যখন নেটপাড়া, তখনই টাবুর চলে যাওয়ার খবর দেখে ভারাক্রান্ত সোশ্যাল মিডিয়া।