Tanushree Bhattacharya: তনুশ্রীর বেবি শাওয়ার, কারা উপস্থিত ছিলেন?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 08, 2021 | 7:31 PM

Tanushree Bhattacharya: ২০১৯-এ পরিচালক শমীক বসুকে বিয়ে করেন তনুশ্রী। আপাতত প্রথম সন্তানের অপেক্ষায় দম্পতি।

Tanushree Bhattacharya: তনুশ্রীর বেবি শাওয়ার, কারা উপস্থিত ছিলেন?
তনুশ্রী ভট্টাচার্য।

Follow Us

মা হতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই নতুন অতিথির আগমন হবে পরিবারে। তার আগে আজ অভিনেত্রীর স্বাদ ভক্ষণের অনুষ্ঠান হল। সোশ্যাল মিডিয়ায় তনুশ্রীর বেবি শাওয়ারের ছবি শেয়ার করেছেন প্রিয় বন্ধু তথা অভিনেত্রী শ্রুতি দাস।

এ দিন লাল ঢাকাই পরেছিলেন তনুশ্রী। সাদা-লালের হাকোবা ব্লাউজে নজর কেড়েছিলেন নতুন মা। সোনার গয়না, লাল টিপের পরিপাটি সাজে তনুশ্রী ছিলেন মধ্যমণি। শ্বশুরমশাই, বাবা, মা এবং স্বামী সহ একেবারে পরিবারের ঘনিষ্ঠরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি শ্রুতি, সৌরভ সাহার মতো তনুশ্রীর প্রিয় সহকর্মী তথা বন্ধুরাও উপস্থিত ছিলেন। এ দিনের মেনুতে ছিল তনুশ্রীর পছন্দের সব পদ।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী। তিনি যে সন্তানসম্ভবা, এ কথা জানেন বেশিরভাগ দর্শক। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন। অনেকদিন পর নিজের মতো করে কাটানোর অনেকটা সময় হাতে পেয়েছেন। তাঁর ভাল মুহূর্তে সন্তানও যে আনন্দ পাচ্ছে, তা অনুভব করতে পারছেন। তনুশ্রী সে প্রসঙ্গে TV9 বাংলাকে বলেন, “আমি ভীষণ আনন্দ পাচ্ছি। বেশ নড়াচড়া করছে ও। বুঝতে পারছে হয়তো আমার হ্যাপি মোমেন্ট…। আমি আনন্দে থাকলে ও দেখছি বেশি সাড়া দিচ্ছে।”

২০১৯-এ পরিচালক শমীক বসুকে বিয়ে করেন তনুশ্রী। আপাতত প্রথম সন্তানের অপেক্ষায় দম্পতি। সন্তান আগমনের খবর পাওয়ার পর থেকে যতদিন শুটিং করেছিলেন, তাঁকে আগলে রেখেছিলেন সহকর্মীরা। TV9 বাংলাকে তনুশ্রী বলেছিলেন, “আমি এখন যেটা ভেবে রেখেছি সন্তান হওয়ার ছ’মাস পর থেকেই নিজেকে গ্রুম করা শুরু করব। তারপর আবার কাজে ফিরব। মা হওয়ার পর কাজে না ফিরলে আমি নিজের আমিটাকেই হারিয়ে ফেলব বলে মনে হয়।”

কিছুদিন আগে প্রথমবার বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন তনুশ্রী। মুখে চোখে প্রেগন্যান্সি গ্লো। লিখেছিলেন, “জীবনের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল নিজের মধ্যে এক প্রাণকে বড় করে তোলা। ও বাড়ছে…।” তনুশ্রীর এই নতুন জার্নিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরা।

২০১৩-র ১৫ জানুয়ারি, ‘সখী’ ধারাবাহিকে ফার্স্ট শট দিয়েছিলেন তনুশ্রী। তারপর থেকে ‘বয়েই গেল’, ‘রাঙা মাথায় চিরুনি’, ‘ত্রিনয়নী’, ‘জয়ী’, ‘জয় বাবা লোকনাথ’, ‘কী করে বলব তোমায়’-এ কাজ করেছেন। অভিনেত্রী হিসেবে নিজের কিছুটা জায়গা তৈরি করতে পেরেছেন। এ বার জীবনের অন্য এক অভিজ্ঞতার সাক্ষী হওয়ার অপেক্ষা। সন্তানের জন্মের পর যত দ্রুত সম্ভব ফ্লোরে ফিরবেন বলে জানিয়েছিলেন তনুশ্রী। ফের শুরু করবেন অভিনয়ের কাজ।

আরও পড়ুন, Aryan Khan drug case: ফের আরিয়ানের জামিনের আবেদন খারিজ, থাকতে হবে বিচারবিভাগীয় হেফাজতে

Next Article
Durga Puja 2021: আমাদের বাড়িতে পুজো হয়, মা দুর্গা স্বপ্নে পাওয়া ঠাকুর: অন্বেষা হাজরা
Sudipa Chatterjee: মামারবাড়িতে আদির আপ্যায়ণ, ভিডিয়ো শেয়ার করলেন সুদীপা