মা হতে চলেছেন তনুশ্রী, পাল্টে যাবে ‘ভবতারিণী’ চরিত্রের অভিনেত্রী?
Tanushree Bhattacharya: হঠাৎ করেই পাওয়া এই সুখবরে এখন তনুশ্রীর পরিবারে খুশির হওয়া। আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ঈশ্বরে বিশ্বাসী। আর ভবতারিণী চরিত্রে অভিনয়ের সময়ই এই সুখবর পাওয়ায় তনুশ্রী আপ্লুত।
মা হতে চলেছেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে যাঁকে ‘ভবতারিণী’ চরিত্রে দেখেন দর্শক। ২০১৯-এ পরিচালক শমীক বসুকে বিয়ে করেন তনুশ্রী। আপাতত প্রথম সন্তানের অপেক্ষায় দম্পতি।
সন্তানসম্ভবা তনুশ্রী কি তা হলে অভিনয়ে বিরতি নেবেন? পাল্টে যাবে ভবতারিণী চরিত্রের অভিনেত্রী? এ প্রসঙ্গে TV9 বাংলাকে তনুশ্রী বললেন, “সুখবর পেয়েছি তিন মাস হল। আপাতত চরিত্রটা করছি। চ্যানেল কী ডিসিশন নিচ্ছে, এখনও জানানো হয়নি। ফলে কী হতে চলেছে, জানাতে পারব না।”
হঠাৎ করেই পাওয়া এই সুখবরে এখন তনুশ্রীর পরিবারে খুশির হওয়া। আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ঈশ্বরে বিশ্বাসী। আর ভবতারিণী চরিত্রে অভিনয়ের সময়ই এই সুখবর পাওয়ায় তনুশ্রী আপ্লুত। তাঁর কথায়, “আমি কী বলব জানি না, হঠাৎ করে ঘটেছে। এটা বিশাল পাওনা। হয়তো মায়েরই আশীর্বাদ। কত লোকের কমপ্লিকেশন থাকে। মায়ের আশীর্বাদ ছাড়া হয়তো হয় না।”
তনুশ্রী আরও জানালেন, চিকিৎসক তাঁকে কাজের মধ্যেই থাকতে বলেছেন। কিন্তু ভারী মেকআপ, কস্টিউমে কতদিন কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন, তা এখনই বোঝা সম্ভব নয়। আপাতত বাড়িতে প্রিয়জনেরা, আর শুটিংয়ে বন্ধুরা আগলে রাখছেন তাঁকে। তনুশ্রী শেয়ার করলেন, “রাসমণির টিম মানে রোশনি, দিয়া, সৌমি, মধুদি খুব খেয়াল রাখে আমার। উঠে কিছু একটা নিতে গেলে ওরা দিয়ে দেয়। আর শ্রুতিকে যখন বলি ভিডিয়ো কলে, ও কেঁদে ফেলেছিল আনন্দে। প্রিয়মের তো ভাল খবর এলই। ও তো আমার গুরু মার কাজ করছে। ও যে ডাক্তারকে দেখিয়েছে, আমিও তাঁর সঙ্গেই কনসাল্ট করছি। ও যে ভাবে এগিয়েছিল, আমিও সে ভাবেই এগোচ্ছি।”
২০১৩-র ১৫ জানুয়ারি, ‘সখী’ ধারাবাহিকে ফার্স্ট শট দিয়েছিলেন তনুশ্রী। তারপর থেকে ‘বয়েই গেল’, ‘রাঙা মাথায় চিরুনি’, ‘ত্রিনয়নী’, ‘জয়ী’, ‘জয় বাবা লোকনাথ’-এ কাজ করেছেন। অভিনেত্রী হিসেবে নিজের কিছুটা জায়গা তৈরি করতে পেরেছেন। এ বার জীবনের অন্য এক অভিজ্ঞতার সাক্ষী হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন, হতাশা থেকে বেরিয়ে আসার উপায় বাতলে দিলেন শ্রাবন্তী!