Tejasswi Prakash: গান ধরলেন ‘নাগিন’ স্টার তেজস্বী? কেমন কণ্ঠস্বর, শুনতে ভিড় জমাল নেটপাড়া

Viral Video: একপ্রকার লিভ ইন সম্পর্কেই আছেন তাঁরা। কয়েকমাস আগেই দুবাইতে ফ্ল্যাট কিনতে দেখা যায় তাঁদের।

Tejasswi Prakash: গান ধরলেন নাগিন স্টার তেজস্বী? কেমন কণ্ঠস্বর, শুনতে ভিড় জমাল নেটপাড়া

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 04, 2023 | 2:05 PM

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ। টেলিদুনিয়ায় এক জনপ্রিয় নাম। বর্তমানে সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত টেলিভিশন স্টার হলেন তেজস্বী। সোশ্যাল মিডিয়ায় বারবরই তিনি সক্রিয়। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা আপডেট। এবার খালি গলায় গান গেয়ে শোনালেন অভিনেত্রী। মধুর কণ্ঠস্বরে মন ভরল সকলের। শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। বলিউডে একের পর এক বিয়ের সানাই। সদ্য কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতে মেতে ছিলেন সকলেই। সেই ঘোর কাটতে না কাটতেই আরও এক বিয়ের খবর এল সিনেপাড়ায়।

অভিনেতা করণ কুন্দ্রা ও নাগিন খ্যাত অভিনেত্রী তেজস্বী প্রকাশ এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে! তেমনই ইঙ্গিত দিয়েছেন এবার অভিনেতা। জানালেন, এই মার্চেই সাত পাকে বাঁধা পড়তে পারেন তাঁরা। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি তেজস্বী প্রকাশ।

বেশ কয়েক বছর ধরে খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিচ্ছেন অভিনেতা তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা। করণের সঙ্গে তেজস্বী সম্পর্ক তৈরি হয় বিগ বসের ঘরে। রিয়ালিটি শো-তে অনেক সম্পর্কই রাতারাতি গজিয়ে উঠতে দেখা যায়। তবে তার মধ্যে এমন বেশ কিছু সম্পর্ক থাকে যা বাস্তবে আরও মজবুত ও আরও গভীর হয়ে ওঠে।

দুই পরিবারের তরফ থেকেই কোন আপত্তির খবর সামনে আসেনি। যদি প্রথম প্রথম তেজস্বী পরিবার করণ কুন্দ্রাকে নিয়ে খানিকটা সন্দেহ প্রকাশ করলেও বর্তমানে তা স্বাভাবিক। একপ্রকার লিভ ইন সম্পর্কেই আছেন তাঁরা। কয়েকমাস আগেই দুবাইতে ফ্ল্যাট কিনতে দেখা যায় তাঁদের। তবে বিয়ের খবর সামনে আসার অপেক্ষায় এখন দিন গুনছেন ভক্তরা।