Tele Academy Award: সামনে মুখ্যমন্ত্রী, হাজির টেলিপাড়া, সেরার সেরা তকমা উঠল কাদের হাতে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 25, 2023 | 4:31 PM

Tele Academy Awards 2023: শহরের পাঁচতারায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রাজ্য সরকার আয়োজিত টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ড। প্রতি বছর এই পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করা হয় বাংলা ধারাবাহিকে সেরার সেরাদের।

Tele Academy Award: সামনে মুখ্যমন্ত্রী, হাজির টেলিপাড়া, সেরার সেরা তকমা উঠল কাদের হাতে?
সেরা অভিনেতা-অভিনেত্রী কারা?

Follow Us

শহরের পাঁচতারায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রাজ্য সরকার আয়োজিত টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। প্রতি বছর এই পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করা হয় বাংলা ধারাবাহিকে সেরার সেরাদের। এই বছরও তার ব্যতিক্রম হল না। এ দিন পাঁচতারায় বসেছিল চাঁদের হাট। টেলি-টলি দুনিয়া থেকে হাজির ছিলেন তারারা। হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরই টেলিভিশন ও সিনে দুনিয়ার কলাকুশলীদের উপর বিশেষ ফোকাস পড়ে সরকারের। পরবর্তীকালে বিভিন্ন সময়ে মুখ্য়মন্ত্রীকে বাংলা সিরিয়ালের গল্প ও চিত্রনাট্যকে কেন্দ্র করে ছোট-ছোট পরামর্শ দিতে দেখা গিয়েছে।

বৃহস্পতিবারের টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কে হলেন সেরার সেরা? কার হাতে উঠল পুরস্কার? রাজনীতির ঊর্ধ্বে উঠে কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেল সবকিছুই। মিলিয়ে দিল এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেরা অভিনেতার তকমা ছিনিয়ে নিলেন দিব্যজ্যোতি দত্ত। অন্যদিকে সেরা অভিনেত্রী হলেন ‘জগদ্ধাত্রী’র অঙ্কিতা মল্লিক। অন্যান্য বিভাগে কে হলেন সেরা?

 

রইল সেই তালিকাই…

সেরা অভিনেতা — দিব্যজ্যোতি দত্ত

সেরা অভিনেত্রী- অঙ্কিতা মল্লিক

জনপ্রিয় ধারাবাহিক- অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী

সেরা পরিবার- ‘অনুরাগের ছোঁয়া’, ‘গাঁটছড়া’ ও ‘নিম ফুলের মধু’

সেরা বউমা- স্বস্তিকা ঘোষ

প্রিয় ছেলে- রাহুল মজুমদার, গৌরব চট্টোপাধ্যায়

সেরা বোন- অনুষ্কা গোস্বামী

সেরা ভাই- প্ররাব্ধী সিংহ

সেরা শাশুড়ি- রূপাঞ্জনা মিত্র

সেরা মা- জুন মালিয়া

সেরা জুটি – নীল ভট্টাচার্য ও তিয়াশা লেপচা
দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ

সেরা সহ অভিনেত্রী- অরিজিতা মুখোপাধ্যায়

সেরা সহ অভিনেতা- অরিন্দম গঙ্গোপাধ্যায়

সেরা অভিনেতা (খলচরিত্র)– অনিন্দ্য চক্রবর্তী ও অনিন্দ্য চট্টোপাধ্যায়

সেরা অভিনেত্রী (খলচরিত্র)– চান্দ্রেয়ী ঘোষ, রশ্মি ভট্টাচার্য, প্রিয়া পাল, অহনা দত্ত

সেরা বয়স্ক জুটি– মিঠু চক্রবর্তী ও অনিন্দ্য সরকার

আজীবন অবদানের স্বীকৃতি- সুমন্ত মুখোপাধ্যায়

Next Article