
‘রাঙা বউ’ সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। বেশ লড়াকু চরিত্র সেটি। টিআরপি তালিকায় ভালই নম্বর পাচ্ছে। তাঁর প্রথম ধারাবাহিকের হিরো, অর্থাৎ ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের অভিনেতা গৌরব রায়চৌধুরীই এই সিরিয়ালে শ্রুতির নায়ক। এবং তাঁর প্রথম সিরিয়ালের পরিচালকই এই সিরিয়ালের পরিচালক। ঘটনাচক্রে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার হলেন শ্রুতির স্বামীও। কিছুদিন আগেই বিয়ে হয়েছে তাঁদের। ‘রাঙা বউ’ সিরিয়ালের সেটে কী ঘটে তার আভাস দিলেন নায়িকা।
‘রাঙা বউ’-এর শুটিং সেটে আঙুল কেটে গিয়েছিল শ্রুতির। দৌড়ে এসে তাঁকে ওডি কোলন লাগিয়ে দিচ্ছিলেন স্বর্ণেন্দু। কিন্তু নায়িকার আবার কাটায় খুব ভয়। রক্ত একেবারেই দেখতে পারেন না তিনি। তাই মুখ-চোখের অমন অবস্থা করে রেখেছিলেন। আর তাঁর সেই অবস্থা দেখে হেসে কুটিপাটি খাচ্ছিলেন গৌরব-স্বর্ণেন্দু; শ্রুতির বাস্তব জীবন এবং পর্দার হিরো!
ফেসবুক পোস্টে শ্রুতি লিখেছেন, “দুঃখের জীবন বন্ধুরা। আঙুল কেটে গেলে ধরে বেঁধে আমায় ওডি কোলোন লাগান হলে, আমার রিল আর রিয়েল হিরো ঠিক এ ভাবেই হেসে আমার মজা ওড়ায়। আমি একটু ভয় পাই এ সব কাটাছেঁড়ায়। সমাজ কি আমায় মেনে নেবে? মেনে নেবে কি আমায় সমাজ?”
কয়েক মাস আগেই সইসাবুদ করে বিয়ে সেরেছেন শ্রুতি-স্বর্ণেন্দু। তাঁদের প্রেম অনেকদিনের। বয়সে স্বর্ণেন্দু শ্রুতির চেয়ে অনেকটা বড় হওয়ার কারণে তাঁদের ট্রোলও করা হয়েছিল। যদিও সেই সব কটাক্ষকে মোকাবিলা করেছিলেন শ্রুতি নিজে। তাঁর গায়ের রং নিয়েও নিন্দুক বলেছে কটূ কথা। নায়িকা প্রতিবাদ করে আইনি পদক্ষেপও করেছেন।