Chaiti Ghoshal-Debleena Dutta: ১২ বছর পর দুই জায়ের স্মৃতি জাগালো ‘এক আকাশের নীচে’…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 28, 2023 | 8:16 PM

Bengali Serial: ১২ বছর আগের এবং পরের ছবি চৈতি শেয়ার করেছেন দেবলীনার সঙ্গে। এবং সেই ছবি দেবলীনা ফেসবুকে শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।

Chaiti Ghoshal-Debleena Dutta: ১২ বছর পর দুই জায়ের স্মৃতি জাগালো এক আকাশের নীচে...
দুই বাঙালি অভিনেত্রী চৈতি ঘোষাল এবং দেবলীনা দত্ত, ১২ বছর আগে এবং পরে।

Follow Us

দুই জায়ের সম্পর্ক। একটি সিরিয়ালে তৈরি হয়েছিল এই পর্দার সম্পর্ক। ছোটজা এবং সবচেয়ে বড়জা। সময়ের সীমারেখা পেরিয়ে অনেকটা পথ এগিয়েছেন তাঁরা। মাঝে কেটেছে ১২টা বছর। কিন্তু স্মৃতি টাটকাই আছে। বাংলার টেলিভিশন জগতে একটি ধারাবাহিক আলোড়ন ফেলেছিল ৯০-এর দশকে। এবং সেই সঙ্গে অভিনেতাদের জীবনও পাল্টে দিয়েছিল আমূল। সেই সিরিয়ালের নাম ‘এক আকাশের নীচে’। রবি ওঝার প্রযোজনা সংস্থা থেকে তৈরি হয়েছিল এই মধ্যবিত্ত যৌথ পরিবারের গল্প নির্ভর সিরিয়ালটি। হইচই করে চলেছিল বেশ কিছু বছর। সিরিয়াল থেকে উঠে এসেছিলেন অনেক অভিনেতা। তাঁরা সকলেই এখন যশ লাভ করেছেন। সেই অভিনেতাদের তালিকায় ছিলেন এই দুই ‘রিল জা’। একজন বড়জা চৈতি ঘোষাল, অন্যজন ছোটজা দেবলীনা দত্ত। সেই থেকে দু’জনের বন্ধুত্ব। সময়ের সরণী ধরে আজও টাকটা তাঁদের স্মৃতি। ১২ বছর আগের এবং পরের ছবি চৈতি শেয়ার করেছেন দেবলীনার সঙ্গে। এবং সেই ছবি দেবলীনা ফেসবুকে শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন কিছু কথা, যাঁর সারমর্ম:

“দুটো ছবির মধ্যে ১২ বছরে তফাৎ। শুধু সময়টাই এগিয়েছে। আর কিছুই বদলায়নি। ভাল চৈতিদি। এটা ছিল ডিকেএসে মামনিদির (পড়ুন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার) জন্মদিনের পার্টির ছবি। ‘এক আকাশের নীচে’ আমাদের কত চিরন্তন স্মৃতিই না উপহার দিয়েছে। তা সামনে যাই আসুক না কেন, আমরা আমাদের আবেগকে বয়ে যেতে দিই। জীবন সত্যিই সুন্দর।”

Next Article