টিআরপির লড়াইয়ে লাগাতারভাবে ভাল পারফর্ম করে একটা সময় নিজের সিংহাসন হারিয়ে পিছনের দিকের চেয়ারে গিয়ে বসতে হয়েছিল বাংলা সিরিয়াল ‘গাঁটছড়া’কে। ঋদ্ধিমান সিংহ রায় (অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়) এবং খড়ি সিংহ রায়ের (অভিনেত্রী শোলাঙ্কি রায়) সাংসারিক জীবনে অনেক ওঠানামা এসেছে। গল্পে নতুন মোচড় আনতে এবং দর্শক মনে ফের নতুন করে জায়গা তৈরি করতে মৃত্যু-মৃত্যু খেলাকেই বেছে নিয়েছে এই ধারাবাহিক। কিন্তু কীভাবে?
এই মুহূর্তে দেখানো হচ্ছে খড়ি মৃত। কিন্তু তার মৃত্যুবার্ষিকীর দিন ঋদ্ধিমানের বারবারই মনে হয়েছে খড়ি বেঁচে আছে এবং সে ফিরে আসবে। আটপৌরে সাধারণ সাজপোশাক এবং মধ্যবিত্ত চিন্তাধারার খড়ি ফিরেও এসেছে ধারাবাহিকে। কিন্তু নিজেকে পাল্টে। সিংহ রায় জুয়েলার্সের নাম মিটিয়ে দেওয়ার পণ করেছে সে। পাল্টেছে তার রূপ, তার আদব-কায়দা। নিজেকে আপাদমস্তক পাল্টে ফেলেছে সে। এমনকী চুলের ছাটেও এনেছে আমূল পরিবর্তন। ‘ভাল’ খড়ি কি সত্যি-সত্যিই ভোল পাল্টে ‘খল’ হয়ে গেল তবে… নাকি দুষ্টু লোককে শায়েস্তা করতে এটা তার নয়া কৌশল… জানা নেই কারও!
অনেকটা একই ধাঁচে মরে গিয়েও ফিরে এসেছে ‘মিঠাই’। টিআরপিতে প্রায় হারিয়ে যাওয়া এক সময়কার চ্যাম্পিয়ান মিঠাই মরে যায়। ভোল পাল্টে ফিরে আসে সে। অন্যরূপে, অন্য মোড়কে।
এবং কাকতালীয় মিল এটাই – আটপৌরে দুই প্রধান নারী চরিত্র খড়ি এবং মিঠাই দু’জনেই আধুনিক বেশে ফিরেছে। এই বদল দর্শকের কতখানি ভাল লাগবে আগামীতে সময়ই বলবে। ভোল পাল্টানো নায়িকারা আদৌ টিআরপিতে সিরিয়ালের হারিয়ে যাওয়া জায়গা ফিরিয়ে দিতে পারবে কিনা, সেটাও দেখার বিষয়।