কিছুদিন আগেকার খবর। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ফিরে এসেছেন অভিনেত্রী মহিমা চৌধুরী। তিনি ছবির কাজও শুরু করেছেন। সাম্প্রতিককালে স্তন ক্যান্সারে আক্রান্ত আরও এক অভিনেত্রীর কথা জানতে পেরেছি আমরা। তিনি হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ। অভিনেত্রীর নাম ছবি মিত্তল। এপ্রিল মাসে ইনস্টাগ্রামে নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ছবি। সেই থেকে নিয়মিত ভাবে তাঁর স্বাস্থ্যের খবর জানাচ্ছেন অভিনেত্রী। বৃহস্পতিবার (১৬.০৬.২০২২) ছবি জানিয়েছেন, তাঁর রেডিয়েশন থেরাপি শেষ হয়েছে। সেটি স্তন ক্যান্সার চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পেটে মার্কারের চিহ্ন দেওয়া ছবিগুলি শেয়ার করেছেন। ছবির হাসি-হাসি, আত্মবিশ্বাসে ভরা মুখ অনেক মহিলাকেই মনে সাহস জোগাবে।
তিনটি ছবি পোস্ট করে ছবি লিখেছেন, “এক নম্বর ছবি বলছে আমার পেটে কোনও মার্কিং করে রাখা নেই। দ্বিতীয় নম্বর ছবি বলছে এক মাস ধরে এই চিহ্নগুলো আমি আমার পেটে বহন করেছি। তিন নম্বর ছবির একটা গল্প আছে। রেডিয়েশনের সময় আমাকে নিঃশ্বাস আটকে রাখতে হয়েছিল। না হলে মেশিন বন্ধ হয়ে যেত। তাই বিষয়টিকে মজাদার করে তুলেছিলাম। বলছিলাম মিসিসিপি ১, মিসিসিপি ২… এই সময়টায় আমি সঙ্গে পেয়েছি পূজা গরকে… রেডিয়েশনের এই যাত্রা এই কারণগুলোর জন্যই সহজ হয়েছে। ধন্যবাদ জানাতে চাই এই ব্রহ্মাণ্ডকে। সত্যিই বোঝাতে পারব না আমি কতখানি ভাগ্যবান।”
ছবির বিশ্বাস, খুব তাড়াতাড়ি তিনি এই যুদ্ধ জয় করে ফেলবেন এবং সবকিছু একদিন অতীত হবে তাঁর কাছে।