Tithi Basu: প্রেমজীবনে পরিবারের হস্তক্ষেপ! সম্পর্ক ভাঙল ‘ঝিলিক’-এর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 25, 2022 | 7:23 PM

Tollywood Breakup: নাম তিথি বসু, কিন্তু আজও তিনি বাঙালি দর্শকের কাছে পরিচিতি 'মা ধারাবাহিকের ঝিলিক' হিসেবেই। সেই ঝিলিকেরই এবার সম্পর্ক ভাঙল। গতকাল অর্থাৎ ২৪ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন।

Tithi Basu: প্রেমজীবনে পরিবারের হস্তক্ষেপ! সম্পর্ক ভাঙল ঝিলিক-এর
সম্পর্ক ভাঙল 'ঝিলিক'-এর

Follow Us

নাম তিথি বসু, কিন্তু আজও তিনি বাঙালি দর্শকের কাছে পরিচিতি ‘মা ধারাবাহিকের ঝিলিক’ হিসেবেই। সেই ঝিলিকেরই এবার সম্পর্ক ভাঙল। গতকাল অর্থাৎ ২৪ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। প্রেমিকার জন্মদিনে প্রেমিক দেবায়ুধ পাল এক ভালবাসা ভরা ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। কিন্তু জন্মদিনের পরের দিনেই সম্পর্কে ইতি টানলেন ঝিলিক নিজেই। জানিয়ে দিলেন, তিনি আর দেবায়ুধ আর একসঙ্গে নেই। তিনি লেখেন, “আমি আর দেবাযুধ মিলে এই সম্পর্কটাকে আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” জানা যাচ্ছে, সম্পর্কের মধ্যে পরিবারের হস্তক্ষেপের কারণেই তা থেকেই সরে আসেন তিথি। কিন্তু কীভাবে হস্তক্ষেপ, ঠিক কী বা হয়েছে এ নিয়ে বিস্তারিত বলতে চাননি তিনি। দেবায়ুধের সঙ্গে সম্পর্কের কথা কোনওদিনই লুকিয়ে যাননি তিনি। কলেজ থেকেই প্রেম তাঁদের। প্রায় সাড়ে চার বছরের সম্পর্ক।

দেবায়ুধ ক্রিকেট খেলেন। এরই পাশাপাশি চাকরিও করেন তিনি। এর আগে প্রেমিকের জন্মদিনে তাঁকে নিয়ে এক আবেগঘন পোস্টও করেছিলেন তিনি। লিখেছিলেন, “শুভ জন্মদিন ভালবাসা। তোমাকেই চেয়েছিলাম। বদল চাইনা। তোমাকে বিয়ে করা আপাতত দ্বিতীয় চাওয়া আমার কাছে। কারণ, দেশের জন্য তুমি যখন খেলবে তখন গ্যালারিতে বসে তোমাকে উৎসাহ দেওয়াই হবে আমার প্রথম চাওয়া। তোমার ওই নীল জার্সি পরার অপেক্ষায় রয়েছি।”

মাঝেমধ্যেই ঘুরতেও বেরিয়ে পড়তেন তাঁরা। তাঁদের পিডিএ নিয়ে হত ট্রোলিংও। এর আগে টিভিনাইন বাংলাকে তিথি জানিয়েছিলেন, তাঁর কেরিয়ারের ক্ষেত্রে সব সময় দেবায়ুধ পাশে ছিলেন। আগামী দিনেও পাশে থাকতে চান তাঁরা। হঠাৎ কী যে হল, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তিথির ভক্তরা। অভিনেত্রী অবশ্য এখনও নীরব। তিনি আবারও কাজে ফিরতে চান। বাবা-মা’র ইচ্ছে তাঁকে অভিনেত্রী হিসেবে দেখার। সেই দিকেই মন দিতে চান তিনি।

Next Article
Shocking News: সিনেপাড়ায় আবারও আত্মহত্যা, মেকাপরুমে নিজেকে শেষ করলেন বিদ্যা-ক্যাটরিনার সহ-অভিনেত্রী
Adrija Roy: মনোকিনিতে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা, মুগ্ধ সতীর্থরাও