Tolly Gossip: তিয়াসাকে অস্বীকার সোহেলের, জোর গলায় দাবি ‘আমি সিঙ্গল’ !
Tolly Gossip: অভিনেতা তিয়াসা লেপচা প্রেম করছেন, এ কথা ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের পর ফের একবার টলিপাড়ারই এক পরিচিত মুখের সঙ্গে নিজের ভেঙে যাওয়া স্বপ্ন সাজিয়েছেন তিনি, এ কথা প্রায় সকলেরই জানা। তবে যার জন্য এত ভালবাসা, এত প্রেম, এত কথা, সেই সোহেল দত্তই এবার অস্বীকার করলেন তিয়াসার ভালবাসাকে!
অভিনেতা তিয়াসা লেপচা প্রেম করছেন, এ কথা ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের পর ফের একবার টলিপাড়ারই এক পরিচিত মুখের সঙ্গে নিজের ভেঙে যাওয়া স্বপ্ন সাজিয়েছেন তিনি, এ কথা প্রায় সকলেরই জানা। তবে যার জন্য এত ভালবাসা, এত প্রেম, এত কথা, সেই সোহেল দত্তই এবার অস্বীকার করলেন তিয়াসার ভালবাসাকে! ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ বলে এক মজার খেলায় মাঝেমধ্যেই অংশ নিতে দেখা যায় তারকাদের। ভক্তদের নানা মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাঁরা। অভিনেতা সোহেলও খেলছিলেন এমনই একটি সেশন। সেখানে এক জন ইউজার সরাসরি প্রেম নিয়ে প্রশ্ন করে বসেন তাঁকে। জিজ্ঞাসা করেন, “গার্লফ্রেন্ড কেমন আছে? আমি মিন TL’? টি ও এল যে আদপে তিয়াসার নামের আদ্যাক্ষর, এ কথা কে না জানে।
তবে সোহেল যা উত্তর দেন, তা রীতিমতো চমকে দেবে আপনাকে। তিনি লেখেন, “আমার কোনও প্রেমিকা নেই। আমি সিঙ্গল”। অন্যদিকে অপর এক জায়গায় তাঁকে বলতে শোনা যায়, তিয়াসা তাঁর বন্ধু মাত্র। সোহেল যখন এই সব বলছেন। তখন তিয়াসা কিন্তু নিজের প্রেম নিয়ে অকপট। গুঞ্জনকে শিলমোহর দিয়ে প্রেমের কথা স্বীকার করে নিয়েছিলেন আগেই। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। আপাতত কাজেই মন দিতে চাই।”
দুজনের এই বিপরীত মন্তব্যে সন্দিহান ভক্তকুল। লুকিয়ে রাখছেন নাকি আবারও এক ব্রেকআপ? এ প্রশ্নের উত্তর ন্নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন সোহেল নিজেই।
View this post on Instagram