AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: তিয়াসার ‘প্রেমিক’-এর জীবনে রয়েছে বহু নারী! ফাঁস করলেন কে?

Tollywood Gossip: অভিনেত্রী তিয়াসা লেপচার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা সোহেল দত্তের। টিভিনাইন বাংলার কাছেই তিয়াসা জানিয়েছিলেন, সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর মন জুড়ে এখন অন্য কেউ। তিয়াসা নাম খোলসা না করলেও টলি-টেলি পাড়ায় কারও অজানা নয় অভিনেতা সোহেল দত্তের সঙ্গে এই মুহূর্তে প্রেম করছেন তিয়াসা।

Tollywood Gossip: তিয়াসার 'প্রেমিক'-এর জীবনে রয়েছে বহু নারী! ফাঁস করলেন কে?
তিয়াসার 'প্রেমিক', অথচ সোহেলের জীবনে রয়েছে বহু নারী!
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 3:06 PM
Share

অভিনেত্রী তিয়াসা লেপচার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা সোহেল দত্তের। টিভিনাইন বাংলার কাছেই তিয়াসা জানিয়েছিলেন, সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর মন জুড়ে এখন অন্য কেউ। তিয়াসা নাম খোলসা না করলেও টলি-টেলি পাড়ায় কারও অজানা নয় অভিনেতা সোহেল দত্তের সঙ্গে এই মুহূর্তে প্রেম করছেন তিয়াসা। কিন্তু সোহেলের নাকি অনেক প্রেমিকা। অন্তত তেমনটাও দাবি তাঁর মায়ের। রচনা বন্দ্যোপাধ্যায়ের রিয়ালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ এসেছিলেন সোহেল ও তাঁর মা। সেখানেই ছেলেকে নিয়ে অনেক কিছু ফাঁস করে দিয়েছিলেন সোহেলের মা। আপনি তিয়াসা ভক্ত হলে আপনার মাথায় হাত পড়তেই পারে! কী বলেছিলেন তিনি?

তাঁর কথায়, “ওর একটা বান্ধবী নাকি। এই ভাবি হয়তো এক জনের সঙ্গে সম্পর্কে থিতু হল। পর ক্ষণেই শুনি আবার না কি অন্য কোনও মেয়ের সঙ্গে বেরোচ্ছে ও। সোহেলের যে কতগুলো গার্লফ্রেন্ড বোঝা যায় না”। মায়ের কথার সঙ্গে মোটেও একমত হননি সোহেল। জানিয়েছিলেন তীব্র প্রতিবাদ। বরং দাবি করেছিলেন। যাদের সঙ্গে নাম জড়িয়েছে, তাঁদের সবাইকে নাকি বোনের চোখে দেখেন তিনি। আর তিয়াসাকে? ভিডিয়োটি ভাইরাল হতেই প্রশ্ন করেছিলেন নেটিজেনরা।

এখানেই কি শেষ নাকি? সম্প্রতি এক ভক্তের প্রশ্নে সোহেল দাবি করেছেন তিনি নাকি সিঙ্গল। এই দাবি নিয়ে চর্চা হতেই লিখেছিলেন, ‘ক্রমশ প্রকাশ্য’। তিয়াসা ভক্তরা খানিক অসন্তোষ প্রকাশ করেছিলেন তাঁর উপর। তাঁদের প্রশ্ন ছিল, তবে কি সম্পর্কের কথা সবার সামনে স্বীকার করতে চাইছেন না সোহেল? যদি তাই হয়ে থাকে, তবে কেন? প্রশ্ন তুলেছিলেন তাঁরা। সে যাই হোক, সোহেল স্বীকার করতে না চাইলেও এর আগে তিয়াসা টিভিনাইন বাংলাকে বলেন, “যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। আপাতত কাজেই মন দিতে চাই।”