TKSS: রঙচঙে পোশাক পছন্দের, দালের মেহেন্দির ‘ড্রেসিং সেন্স’ নিয়ে প্রকাশ্যেই রসিকতা কপিলের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 30, 2021 | 12:43 PM

দালেরও কম যান না। তাঁর উত্তর ছিল আরও মজাদার। বেশ গম্ভীর মুখেই তিনি পাল্টা বলেন, "মাঝে মধ্যে আমার মনে হয় বিয়েবাড়িতে বরের পোশাক একেবারেই ঠিকঠাক হয় না।"

TKSS: রঙচঙে পোশাক পছন্দের, দালের মেহেন্দির ড্রেসিং সেন্স নিয়ে প্রকাশ্যেই রসিকতা কপিলের
দালের মেহেন্দির 'ড্রেসিং সেন্স' নিয়ে প্রকাশ্যেই রসিকতা কপিলের

Follow Us

রঙচঙে পোশাক পরতে পছন্দ করেন গায়ক দালের মেহেন্দি। কখনও ফুল লেন্থ জ্যাকেট আবার কখনও বা রঙিন কুর্তায় হাজির হন তিনি। পাগড়িতেও থাকে রকমারি বাহার। এ বার দালের মেহেন্দির ড্রেসিং সেন্স প্রকাশ্যেই রসিকতা করলেন কৌতুকশিল্পী কপিল শর্মা।

কপিলের শো’তে হাজির হয়েছিলেন দালের। সেখানেও বেশ বড় আকারের উজ্জ্বল হলুদ রঙের জ্যাকেট পরে এসেছিলেন তিনি। নিজস্ব স্টাইলের কপিল গায়ককে বলেন, “আপনি যখন কোনও বিয়ে বাড়িতে যান তখন বর আপনাকে চুপিসারে ডেকে কখনও বলেছেন, ‘পা জি, আপনার প্লিজ আমার শেরওয়ানির সঙ্গে আপনারটা বদলে নিন!” দালেরও কম যান না। তাঁর উত্তর ছিল আরও মজাদার। বেশ গম্ভীর মুখেই তিনি পাল্টা বলেন, “মাঝে মধ্যে আমার মনে হয় বিয়েবাড়িতে বরের পোশাক একেবারেই ঠিকঠাক হয় না।” এই উত্তর হয়তো একেবারেই প্রত্যাশা করেননি কপিল। হাসিতে ফেটে পড়েন তিনিও।

ফের স্বমহিমায় ফিরেছেন কপিল। তাঁর পারফরম্যান্স দেখে আগের মতোই আনন্দ পাচ্ছেন দর্শক। ‘দ্য কপিল শর্মা শো’ মাঝে কয়েক মাস বন্ধ ছিল। কপিল দ্বিতীয় বার বাবা হয়েছেন মাস কয়েক আগে। পরিবারকে সময় দেওয়ার জন্য ব্যক্তিগত কারণে এই শো বন্ধ রেখেছিলেন বলে জানিয়েছিলেন এতদিন। কিন্তু দিন কয়েক আগে কপিল জানিয়েছেন, অসহ্য পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থতা এতটাই বেড়েছিল যে বিছানা থেকে উঠতে পারতেন না। সেই পরিস্থিতিতে শো বন্ধ করে দেওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না।

কপিল জানিয়েছেন, ব্যথার কারণে তাঁর ব্যবহার বদলে গিয়েছিল। সব কিছুতেই খুব বিরক্ত হয়ে যেতেন। কারণ ব্যথার কোনও সমাধান জানা ছিল না। “আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আবার এটাও লোকে বলত, খালি শুয়ে থাকছ, ওজন বেড়ে যাচ্ছে। স্যালাড বা তরল জাতীয় খাবার খাওয়া ছিল আরও বিরক্তিকর। এ সব কিছুই সামলাতে হয়েছে আমাকে”, শেয়ার করেছেন কপিল। সম্প্রতি ওয়ার্ল্ড স্পাইন ডে উপলক্ষে একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে নিজের এই অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন কপিল।

 

Next Article