Ananya Chatterjee Death: প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, শনিবারও করেছেন শুটিং

Ananya Chatterjee: এই মুহূর্তে এক বেসরকারি চ্যানেলে 'সোনা রোদের গান' ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি।

Ananya Chatterjee Death: প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, শনিবারও করেছেন শুটিং
প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 26, 2022 | 1:09 PM

বাংলা চলচ্চিত্র জগতে ফের এক স্বজন হারানোর আখ্যান। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। এ দিন সকালে ৫টা ১৫নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছেন ফুসফুসে সংক্রমণ হয়েছিল অভিনেত্রীর। চলছিল চিকিৎসা। হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ভোরেই চলে গেলেন তিনি।

দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। কাজ করেছেন অভিনেতা ফারুক শেখের সঙ্গেও। এই মুহূর্তে এক বেসরকারি চ্যানেলে ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। ওই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়েল দে’কে। অনন্যা অভিনয় করছিলেন তাঁর পিসির চরিত্রে। টিভিনাইন বাংলার তরফে পায়েলের সঙ্গে যোগাযোগ করা হলেন তিনি বলেন, “শনিবারও সেটে এসেছিলেন। আমার সঙ্গে শুট করেছেন। এর পরেই আজ সকালে ওঁর ছেলে দেবাঞ্জন আমায় জানান, তাঁর মা আর নেই। ভীষণ খারাপ লাগছে”। শুধু পায়েলই নন। সেট জুড়েই নেমে এসেছে শোকের ছায়া।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। অভিনেত্রীর ছবি শেয়ার করে তিনি লেখেন, “ওপরে ভাল থেকো অনন্যাদি”। স্মৃতি ভাগ করে নিয়েছেন শ্রীলেখা মিত্রও। শ্রীলেখা জানিয়েছেন, একসঙ্গে কাজ করেছেন তাঁরাও। ‘এই তো জীবন’ ধারাবাহিকে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। সৌমিলি বিশ্বাস থেকে শুরু করে গায়ক জোজো শিল্পীর এই হঠাৎ প্রয়াণে কার্যত স্তম্ভিত সকলেই।