AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saheb Bhattacharya: বাংলা সিরিয়ালে অভিষেক সাহেব ভট্টাচার্যর; কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

Saheb Bhattacharya in Bengali Serial: সাম্প্রতিক ধারাবাহিকের ট্রেন্ড বলছে, বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী সিনেমা এবং ওয়েব সিরিজের পাশাপাশি পা রেখেছেন সিরিয়ালে। উদাহরণ রয়েছে ভূরি-ভূরি। অনুষা বিশ্বনাথনের আগে অভিনয় করেছেন ওয়েব সিরিজ় এবং ছবিতে। তাঁকে দেখা যাচ্ছে 'জল থই থই ভালোবাসা' ধারাবাহিকে। অন্যদিকে অনুভব কাঞ্জিলালও সিরিয়ালে।

Saheb Bhattacharya: বাংলা সিরিয়ালে অভিষেক সাহেব ভট্টাচার্যর; কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?
সাহেব ভট্টাচার্য।
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 6:06 PM
Share

জীবনে প্রথমবার সিরিয়ালে অভিনয় করবেন সাহেব ভট্টাচার্য। তেমনটাই শোনা যাচ্ছে বাংলার টেলিপাড়া। তাঁকে দেখা যাবে সুস্মিতা দের বিপরীতে। এর আগে কোনওদিন সিরিয়ালে অভিনয় করেননি সাহেব। তাঁকে বারবারই দেখা গিয়েছে সিনেমায় পর্দায় কিংবা ওয়েব সিরিজ়ে। যদিও বহু নন-ফিকশন শোতের সঞ্চালনা করেছেন সাহেব। ছোটপর্দায় তাঁর সেই কাজ সমাদৃত হয়েছে বহুবার। এবার নন-ফিকশন নয়, এক্কেবারে ফিকশন গল্পেই পা রাখতে চলেছেন অভিনেতা।

কিছুদিন আগেই শেষ হয়েছে ‘পঞ্চমী’ ধারাবাহিকটি। চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা। ধারাবাহিক শেষ হওয়ার পর নতুন কাজের অপেক্ষায় ছিলেন এবং রাতারাতি অফারও চলে এসেছে। ধারাবাহিক সম্পর্কে জানতে TV9 বাংলা যোগাযোগ করে সুস্মিতার সঙ্গে। তিনি বলেছেন, “আমার একটা নতুন ধারাবাহিকের কাজ করার কথা চলছে। এখনও পর্যন্ত প্রমোর শুটিং হয়নি। কী বিষয়ে, কী নাম হবে তাও ঠিক হয়নি। ধারাবাহিকের প্রযোজক বাংলা টকিজ়। স্টার জলসায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক”। সাহেব ভট্টাচার্য সম্পর্কে জানতে চেয়ে সুস্মিতা বলেন, “আমার বিপরীতে সাহেবের কথা কাজ করার কথা চলছে।”

সাম্প্রতিক ধারাবাহিকের ট্রেন্ড বলছে, বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী সিনেমা এবং ওয়েব সিরিজের পাশাপাশি পা রেখেছেন সিরিয়ালে। উদাহরণ রয়েছে ভূরি-ভূরি। অনুষা বিশ্বনাথনের আগে অভিনয় করেছেন ওয়েব সিরিজ় এবং ছবিতে। তাঁকে দেখা যাচ্ছে ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে। অন্যদিকে অনুভব কাঞ্জিলালও সিরিয়ালে। অপরাজিতা আঢ্যর মতো অভিনেত্রীরা সিনেমাতে কাজ করতে-করতে সিরিয়ালে ফিরে এসেছেন আগের মতো। রোহন ভট্টাচার্য কাজ করছেন ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে। ঠিক তেমনই এবার থেকে সাহেব ভট্টাচার্যকেও দেখা যাবে সিরিয়ালের ফ্লোরে।