Usashi Chakraborty: ছোট পর্দায় ফিরছেন ‘জুন আন্টি’ অর্থাৎ উষসী, তবে কোথায়?

Tollywood Actress: এবিষয়ে উষসী জানিয়েছেন, টানা কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। তাই একটু বিরতি নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, "'শ্রীময়ী'-এর পর অনেক প্রস্তাব পেয়েছি।তবে সবই ফিরিয়ে দিয়েছি। এই চরিত্রটা বেশ মনে ধরেছে, তাই-ই রাজি হলাম।"ফের তাঁকে দেখা যাবে নেগেটিভ চরিত্রেই।

Usashi Chakraborty: ছোট পর্দায় ফিরছেন 'জুন আন্টি' অর্থাৎ উষসী, তবে কোথায়?
উষসী চক্রবর্তী
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 7:24 PM

সবসময়ই চর্চায় থাকেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলও কম হয় না। সেই ট্রোলের সপাটে জবাব দিতেও ছাড়েন না তিনি। ধারাবাহিক শেষ হয়ে গেলেও, চর্চা থামেনি তাঁকে ঘিরে। তিনি আর কেউ নন, জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী। জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ শেষ হলে গেলেও, তাঁকে মনে রেখেছে দর্শক। ফের আবার ছোট পর্দায় ফিরছেন উষসী। কোথায় দেখা যাবে তাঁকে?

‘শ্রীময়ী’ ধারাবাহিক থেকেই জুন আন্টি নামে দর্শকের মন জিতেছেন অভিনেত্রী। খলনায়িকার ভূমিকায় অসাধারণ অভিনয় করে জুটেছে গালমন্দও। সোশ্যাল মিডিয়ায় আখছার তাঁকে নিয়ে তৈরি হওয়া মিমও ভাইরাল হয়। ফের আবার দর্শকদের মাঝে ফিরছেন তিনি। তবে এবার জুন আন্টি হয়ে নয়। তবে কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? এবার কালার্স বাংলার, অত্য়ন্ত চর্চিত ধারাবাহিক টুম্পা অটোওয়ালিতে দেখা যাবে তাঁকে। উষসীর চরিত্রের নাম অস্মিতা। তবে ‘শ্রীময়ী’-এর পর কেন এতদিন বিরতি নিলেন অভিনেত্রী?

এই বিষয়ে সংবাদমাধ্যমকে উষসী জানিয়েছেন, টানা কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। তাই একটু বিরতি নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, “‘শ্রীময়ী’-এর পর অনেক প্রস্তাব পেয়েছি। তবে সবই ফিরিয়ে দিয়েছি। এই চরিত্রটা বেশ মনে ধরেছে, তাই-ই রাজি হলাম।” ফের নেগেটিভ চরিত্রেই কামব্যাক করছেন তিনি। ধারাবাহিকে অরিঞ্জয় ও অশোকের বোনের চরিত্রে দেখা যাবে তাঁকে। এতদিন উষসীর শয়তানি দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক। এবার সেই প্রতিক্ষারই অবসান হতে চলেছে।