মোটা টাকা দিয়ে বিলাসবহুল হোটেলে থাকা কিংবা খাওয়ার ইচ্ছে কারই না হয়? আর অর্থের পরিমাণ যখন এতটা বেশি, তখন নিঃসন্দেহে তাঁর গুনগতমান যে ভাল হবে, সে বিষয় কম বেশি সকলেই নিশ্চিত থাকেন। কিন্তু সব ক্ষেত্রে সেই ধারণা মোটেও সঠিক হিসেবে প্রমাণিত হয় না। অতীতে বহু সেলেবকে এই মর্মে মুখ খুলতে দেখা গিয়েছে। এবার সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করলেন অভিনেত্রী মিষ্টি সিংহ। সম্প্রতি তিনি কলকাতার এক বিলাসবহুল হোটেলে গিয়ে নিরাশ হন। কেক শপে গিয়ে হতবাক তিনি, রীতিমত আরশোলার ছড়াছড়ি।
‘আলতা ফড়িং’ ধারাবাহিকের অভিনেত্রী তা ভিডিয়ো করে নেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন সেই ভিডিয়ো। যা সকলকে তাক লাগিয়ে দেয়। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না আদপে এমনটা ঘটেছে। অভিনেত্রী সকলকে সাবধান করে এই মর্মে সাফ জানিয়ে দিলেন, ‘জেডব্লিউ ম্যারিয়টে গিয়েছিলাম কিছু পিস্ট্রি নিতে। যখন বাছতে গেলাম দেখি আরশোলা। এরকম একটা ফাইভস্টার সেভেনস্টার হোটেলের খাবারের উপর আরশোলা, পোকা-মাকড় ভাবাই যায় না। এইগুলোই অনলাইনেও ডেলিভারি হয়। কতটা অস্বাস্থ্যকর পরিস্থিতি!’
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, শরীর স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই এসব ক্ষেত্রে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। ভাল করে দেখে তবেই খাবার কেনা উচিত। এমন একটা হোটেলের থেকে এটি আশা করা যায় না। প্রকাশ্যে আরশোলা ঘুরে বেরাচ্ছে। প্রথমটায় অভিনেত্রী ভেবেছিলেন সত্যি এটি বিক্রির জন্য নয়। কিন্তু পরবর্তীতে যখন তিনি জানতে পারেন এগুলোই ফ্রেস, দেওয়া হচ্ছে, তখন তিনি অবাক হয়ে যান।
অভিনেত্রী নিজেই জানান, তিনি নিজেই এই হোটেলের কেক খেতে বেশ পছন্দ করেন। সেই জন্যই সেখান থেকে কেক কিনতে গিয়েছিলেন। কিন্তু যা দেখলেন, তাতে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলেন তিনি। বললেন, নিতান্তই বাধ্য হয়ে এই ভিডিয়ো তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।