Trina Saha: ‘তিন মাসও টিকতে পারব না…’, দীর্ঘ পথচলা প্রসঙ্গে এ কী বললেন তৃণা
Trina Saha: সাত বছর হল দাপটের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। তবে কেরিয়ারের শুরুতে এই আত্মবিশ্বাসটা মোটেও ছিল না তাঁর।

খোকাবাবু ধারাবাহিক থেকে পথ চলা শুরু। এরপর একে একে ভাল কাজ করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তৃণা সাহা। একদিকে অভিনয়, অন্যদিকে তাঁর ক্যান্ডিড লুক, ফ্যাশনগুন সবটাই ভক্তদের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তৃণা সাহা। কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের মনে কৌতুহলের পারদ তুঙ্গে। বিয়ের পরও চুটিয়ে কাজ করছেন তিনি। তবে সদ্য শেষ হয়েছে তাঁর এখনও পর্যন্ত শেষ ধারাবাহিক। সাত বছর হল দাপটের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। তবে কেরিয়ারের শুরুতে এই আত্মবিশ্বাসটা মোটেও ছিল না তাঁর।
তৃণা সাহা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আজ থেকে সাত বছর আগে তাঁর সফর শুরু কথা। ঠিক কী কী পরিস্থিতি দিয়ে তাঁকে যেতে হয়েছে এই কয়েকবছরে, তা নিয়েও কলম ধরেন তিনি। ভক্তদের ধন্যবাদ জানাতেও ভুললেন না তৃণা সাহা। লিখলেন, “৭ বছর আগে আজকের দিনে প্রথম নিজেকে দেখেছিলাম টিভির পর্দায়। ভেবেছিলাম তিন মাসও টিকতে পারব না। দীর্ঘক্ষণের কাজ, টাইট ডেডলাইন, প্রচুর চাপ, সেই সময় মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর ভীষণ প্রভাব ফেলেছিল।”
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “কিন্তু চার মেগা সিরিয়াল, তিন ছবি, তিন ওয়েব সিরিজ, দেশী-বিদেশী সংস্থার সঙ্গে কাজ করা, হিট, ফ্লপ, সমালোচনা, কটাক্ষ, প্রশংসা সব মিলিয়ে আজ আমি এখানে। সবটাই আপনাদের ভালবাসায় ও পাশে থাকার জন্যে। আপনারা ছাড়া তৃণা কেউ নয়। আমাকে গ্রহণ করার জন্য ধন্যবাদ।”
তৃণা সাহা মানেই এখন ভক্ত মনে এক বাড়তি উত্তেজনা। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর প্রতিটা পোস্টেই ভক্তদের নজর আটকে। তৃণা ও তাঁর স্বামী অভিনেতা নীল ভট্টাচার্য টলিপাড়ার অন্যতম জুটি। যাঁদের দেখা মাত্রই ভক্তরা বেশ পছন্দ করেন। তবে তৃণার আগামী কাজ কী হতে চলেছে, তা নিয়ে এখনও কোনও খবর মেলেনি টলিপাড়া সূত্রে।
View this post on Instagram





