Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trina Saha: পোশাক ভেদ করে ফুটে উঠল লাল প্যান্টি, তৃণাকে ঘিরে তুমুল সমালোচনা

Trina Saha: তৃণা সাহা-- বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা তিনি। সুন্দরী, সাহসী, সুঅভিনেত্রী-- সেই তৃণাই এবার সমালোচিত। নেপথ্যে তাঁর পোশাক। কী এমন পরেছিলেন তিনি, যা নিয়ে হচ্ছে নিন্দে? এক লাল রঙের সি-থ্রু পোশাকে ছবি দিয়েছিলেন নায়িকা। লাল লিপস্টিক, ঝোলা দুল-- এত অবধি সব ঠিকই ছিল, কিন্তু বাধ সাধল তাঁর অন্তর্বাস।

Trina Saha: পোশাক ভেদ করে ফুটে উঠল লাল প্যান্টি, তৃণাকে ঘিরে তুমুল সমালোচনা
তৃণা সাহা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 5:33 PM

তৃণা সাহা– বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা তিনি। সুন্দরী, সাহসী, সুঅভিনেত্রী– সেই তৃণাই এবার সমালোচিত। নেপথ্যে তাঁর পোশাক। কী এমন পরেছিলেন তিনি, যা নিয়ে হচ্ছে নিন্দে? এক লাল রঙের সি-থ্রু পোশাকে ছবি দিয়েছিলেন নায়িকা। লাল লিপস্টিক, ঝোলা দুল– এত অবধি সব ঠিকই ছিল, কিন্তু বাধ সাধল তাঁর অন্তর্বাস। নেটিজেনদের চোখ এড়াল না, তৃণার লাল পোশাকের নিচ দিয়ে দেখা যাচ্ছে তাঁর লাল রঙের অন্তর্বাস! উঠল ছিছিক্কার। টলিউড অভিনেত্রীর এ কী পোশাক? যদিও এই সব ট্রোলিং তো অভিনয় জীবনের অঙ্গই। তাই তৃণাও নীরব। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “সোলো ভাইবস”।

সম্প্রতি ‘লাভ আজ কাল’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তৃণাকে। এর আগে ওই ধারাবাহিকের নায়িকা ছিল মৌমিতা সরকার। কিন্তু ঘন ঘন প্যানিক অ্যাটাক ও শারীরিক অসুস্থতার কারণে ওই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান তিনি। প্রস্তাব যায় তৃণার কাছে। তৃণা সেই প্রস্তাব ফিরিয়ে দেননি। এই মুহূর্তে ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত তিনি। তৃণাকে এর আগে দেখা গিয়েছিল ‘বালিঝড়’ ধারাবাহিক। কিন্তু সেই ধারাবাহিক কিছু দিনের মধ্যেই টিআরপির অভাবে বন্ধ হয়ে যায়। নতুন এই ধারাবাহিক দর্শকদের মনে কতটা জায়গা করে নেয় এখন সেটাই দেখার।