শুক্রবারের সকাল। মুভি টোন স্টুডিও। সাদা-কালো কম্বিনেশনের টপ, কালো শর্টস পরে দাঁড়িয়ে পোজ দিলেন তিনি। পায়ে বর্ষার উপযুক্ত লাল রঙা জুতো। তাঁকে আপনি টেলিভিশনের পর্দায় প্রতিদিন দেখেন। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। এই ধারাবাহিকের প্রাণকেন্দ্রে রয়েছেন দর্শকের প্রিয় গুনগুন। অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহা। শুক্রবার সকালে ফের শুটিং শুরু করে তৃণা নিজের ছবি শেয়ার করে লিখলেন, ‘ফ্রাই-নালি’।
আজ শুক্রবার, অর্থাৎ ফ্রাইডে। আর এতদিন পরে ফাইনালি শুটিং শুরু হল। এই দুই শব্দের মিশেলে ‘ফ্রাই-নালি’ তৈরি করে নিয়েছেন তৃণা। লকডাউনে শুট ফ্রম হোম করেছেন তিনি।
বেশ কিছু ধারাবাহিকের শুটিং বন্ধ ছিল। কিছু ধারাবাহিকের কাজ বাড়ি থেকে করেছেন শিল্পীরা। আর তা নিয়েই প্রোডিউসার, ফেডারেশনের দ্বন্দ্ব চরমে ওঠে। অবশেষে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আলোচনায় বসে সব পক্ষ। আর তাতে আজ থেকে কোভিড বিধি মেনে শুটিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে কারণেই আগের মতো ফ্লোরে ফিরতে পেরে খুশি তৃণা।
শুটিং ফ্লোর থেকে তৃণা বললেন, “ফাইনালি ঠিক মতো কাজ শুরু করতে পেরে ভাল লাগছে। সব রকম করোনা স্বাস্থ্যবিধি মনে কাজ হচ্ছে। ‘গুনগুন’কে ‘খড়কুটো’তে ঠিক আগের মতোই দেখতে পারবেন দর্শক। আমি সকলকে বলতে চাই, এখনও কিন্তু করোনা চলে যায়নি। ফলে যতটা সম্ভব বাড়িতে থাকুন। প্রয়োজনে বেরলে সব রকম নিয়ম মেনে চলুন।”
আরও পড়ুন, যৌন সম্পর্কে রাজি না হওয়ায় কুকথা বলেন জনপ্রিয় পরিচালক, প্রকাশ্যে বিস্ফোরক নীনা