Tunisha Sharma Death: ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে…’, মেয়ের প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক প্রয়াত অভিনেত্রীর মা
Tunisha Sharma Death: বলিউডে আবারও এক আত্মহত্যা। সেই আত্মহত্যার নেপথে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রয়াত অভিনেত্রীর নাম তুনিশা শর্মা, যিনি হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় নাম।

বলিউডে আবারও এক আত্মহত্যা। সেই আত্মহত্যার নেপথে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রয়াত অভিনেত্রীর নাম তুনিশা শর্মা, যিনি হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় নাম। পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বছর কুড়ির ওই অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শিজান খানকে। অন্যদিকে তাঁর বিরুদ্ধে একের এক বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেত্রীর মা-ও। সম্প্রতি এক ভিডিয়োতে তুনিশার মা দাবি করেছেন শিজানের জন্যই তাঁর মেয়ে হতাশায় ডুবে যান। এখানেই শেষ নয়, তাঁর আরও অভিযোগ মেয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই শিজান অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন।
তাঁর কথায়, “শিজান কথা দিয়েছিল ও তুনিশাকে বিয়ে করবে, কিন্তু বিয়ে তো দূর ও আমার মেয়ের সঙ্গে বিচ্ছেদ করে নেয়। এর পরেই অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ও। যদিও ব্রেকআপের তিন-চার মাস পর্যন্ত ও তুনিশাকেও ধোঁয়াশার মধ্যে রেখেছিল।
শিজান নিজেও অভিনেতা। গত ২৪ ডিসেম্বর শিজানের মেকআপ রুম থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তুনিশার দেহ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একজন শিশু শিল্পী হিসাবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন তুনিশা। বর্তমানে তিনি টিভির জনপ্রিয় মুখ। ইন্টারনেট ওয়ালা লাভ, ইশক সুবহাল্লাহ, গায়েব, এবং শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিং-এর মতো ধারাবাহিকের অংশ ছিলেন তুনিশা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
